টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করলেন বিরাট
Web Desk, ABP Ananda | 30 Dec 2019 05:43 PM (IST)
চলতি বছরে ২৭৪ দিন টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে বিরাট।
নয়াদিল্লি: আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে থেকেই ২০১৯ শেষ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি ৯২৮ পয়েন্ট নিয়ে বাকিদের ধরাছোঁয়ার বাইরে। দ্বিতীয় স্থানে থাকা স্টিভ স্মিথের পয়েন্ট ৯১১। অনেক পিছিয়ে তিন নম্বরে কেন উইলিয়ামসন (৮২২ পয়েন্ট)। চলতি বছরে ২৭৪ দিন টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে বিরাট। ভারতের অন্য ব্যাটসম্যানদের মধ্যে প্রথম দশে আছেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে। তাঁরা যথাক্রমে পঞ্চম ও সপ্তম স্থানে। ময়ঙ্ক অগ্রবাল ১২ ও রোহিত শর্মা ১৩ নম্বরে। বোলারদের মধ্যে শীর্ষে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। ভারতীয়দের মধ্যে প্রথম দশে আছেন জসপ্রীত বুমরাহ (৬ নম্বরে), রবিচন্দ্রন অশ্বিন (৯ নম্বরে) ও মহম্মদ শামি (১০ নম্বরে)। অলরাউন্ডারদের মধ্যে সবার আগে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। দ্বিতীয় স্থানে রবীন্দ্র জাডেজা। পাঁচ নম্বরে অশ্বিন।