দুবাই: এবার চার দিনের টেস্ট ম্যাচ বাধ্যতামূলক করার চিন্তাভাবনা করছে বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। সব কিছু ঠিকঠাক চললে ২০২৩ থেকে বাস্তবায়িত হতে পারে নতুন এই ভাবনা।
২০২৩-২০৩১ সাল পর্যন্ত যে ক্যালেন্ডার বানানো হবে, তাতে টেস্ট ম্যাচ পাঁচদিন থেকে কমিয়ে চারদিনের করা হতে পারে বলে খবর। এমনিতেই বেশ কিছু বিশ্বমানের টুর্নামেন্ট করার পরিকল্পনা করছে আইসিসি। টি-টোয়েন্টি সিরিজ বাড়ানোর কথা ভাবা হচ্ছে। সূত্রের খবর, টেস্ট ম্যাচের দিনসংখ্যা কমানো হলে অন্যান্য টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা দেখা দেবে। হিসেব করে দেখা গিয়েছে, ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত সমস্ত টেস্ট ম্যাচ চারদিনের হলে নির্ধারিত ক্যালেন্ডারে ৩৩৫ দিন বাড়তি সময় বার করা যেত।
প্রসঙ্গত, চারদিনের টেস্ট ম্যাচ আয়োজন খুব একটা নতুন নয়। চলতি বছরের শুরুর দিকে ইংল্যান্ড ও আয়ার্ল্যান্ড একটি চারদিনের টেস্ট ম্যাচ খেলেছিল। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের মধ্যেও একটি টেস্ট ম্যাচ হয়েছিল চারদিনের। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের প্রধান কেভিন রবার্টস মনে করেন, চারদিনের টেস্ট ম্যাচ আয়োজনের কথা অবশ্যই ভাবা যেতে পারে। তিনি বলেছেন, ‘আমাদের এ নিয়ে গুরুত্ব সহকারে ভাবতে হবে। আবেগ দিয়ে নয়, বাস্তবসম্মতভাবে এটা নিয়ে ভাবতে হবে। গত পাঁচ-দশ বছরে প্রত্যেক টেস্ট ম্যাচের গড় আয়ু নিয়ে ভাবতে হবে।’
রবার্টস যোগ করেছেন, ‘আইসিসি-র সমস্ত সদস্য দেশগুলোর সঙ্গে কথা বলেই এগনো হবে। সহজ হবে না ব্যাপারটা।’ তবে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে হারিয়ে উঠে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন বলেছেন, ‘অ্যাশেজ সিরিজে চারদিনের ম্যাচ হলে অনেক ক্ষেত্রেই হয়তো ফলাফল হবে না। কারণ অ্যাশেজে প্রত্যেক ম্যাচই পাঁচদিনে গড়ায়। পাঁচদিনের টেস্ট ম্যাচ হলে তা মানসিক ও শারীরিকভাবে অনেক বেশি কঠিন পরীক্ষা। সে জন্যই টেস্ট ম্যাচ পাঁচদিনের করা হয়। সেভাবেই চলা উচিত।’
চার দিনের টেস্ট ম্যাচ বাধ্যতামূলক করার চিন্তাভাবনা করছে আইসিসি
Web Desk, ABP Ananda
Updated at:
30 Dec 2019 06:12 PM (IST)
তবে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে হারিয়ে উঠে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন বলেছেন, ‘অ্যাশেজ সিরিজে চারদিনের ম্যাচ হলে অনেক ক্ষেত্রেই হয়তো ফলাফল হবে না। কারণ অ্যাশেজে প্রত্যেক ম্যাচই পাঁচদিনে গড়ায়। পাঁচদিনের টেস্ট ম্যাচ হলে তা মানসিক ও শারীরিকভাবে অনেক বেশি কঠিন পরীক্ষা।'
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -