ত্রিনিদাদ: উগান্ডার বিরুদ্ধে আইসিসি অনূর্ধ্ব১৯ বিশ্বকাপে বিশাল ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় দল। আর সেই জয়ের পেছনে যার অবদান সবচেয়ে উল্লেখযোগ্য, তিনি হলেন রাজ বাওয়া। ১৬২ রানের অনবদ্য ইনিংস খেলেছেন এই তরুণ। তাঁর ব্যাটিংয়ের সুবাদেই ৪০৫ রান বোর্ডে তুলতে পেরেছিল ভারত। তবে শুধু দলকে জেতানোই নয়। এই ইনিংস খেলার পথে রেকর্ডেও গড়লেন তিনি। যুব বিশ্বকাপের মঞ্চে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক এখন রাজই। তিনি টপকে গেলেন ১৮ বছর আগে স্কটল্যান্ডের বিরুদ্ধে ২০০৪ সালে শিখর ধবনের করা ১৫৫ রানের ইনিংসকে। এতদিন সেটিই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যুব বিশ্বকাপের মঞ্চে। এখন থেকে তা রাজের দখলে।


এদিকে, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বিশাল উগান্ডার বিরুদ্ধে ৩২৬ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বিশাল জয় ছিনিয়ে পরের রাউন্ডে চলে গেল ভারতীয় দল। এই জয় যুব দলের ওয়ান ডে ফর্ম্যাটে সবচেয়ে বড় জয়। এর আগে ২০০৪ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে যুব ভারতীয় দল ২৭০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল। এদিন ভারতের জয়ের অন্যতম কারিগর রাজ ও বাওয়া ও অঙ্গরিশ রঘুবংশী। ২ জনেই সেঞ্চুরি হাঁকান। প্রথম জনের বয়স মাত্র ১৬। কিন্তু এই বয়সেই যুব বিশ্বকাপের মঞ্চে ১৪৪ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন রাজ বাওয়াও। তিনি ছাপিয়ে যান অঙ্গরিশকে। ১৬২ রানের ইনিংস খেলেন তিনি। ভেঙ্গে দেন শিখর ধবনের ২০০৪ সালে করা রেকর্ড। মূলত তাঁদের ব্যাটিং বিক্রমেই ভারতের স্কোর চারশোর গণ্ডি পেরিয়ে যায়। ২ জনে মিলে বোর্ডে ২০৬ রানের পার্টনারশিপও গড়েন। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে বোর্ডে ৪০৫ রান তুলে নেয় ভারত।  বল হাতে ৪ উইকেট তুলে নেন নিশান্ত সিন্ধু। এরপর ব্যাট করতে নেমে উগান্ডার ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৭৯ রানে।