পচেস্ট্রম: সেমি-ফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ দ্বিতীয় সেমি-ফাইনালে বাংলদেশের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখালেন তিন নম্বরে ব্যাটিং করতে নামা মাহমুদুল হাসান জয় (১০০)। তিনি শতরান করে দলকে জেতালেন। বল হাতে ভাল পারফরম্যান্স দেখান শরিফুল ইসলাম (৪৫ রান দিয়ে ৩ উইকেট), শামিম হোসেন (৩১ রান দিয়ে ২ উইকেট) ও হাসান মুরাদ (৩৪ রান দিয়ে ২ উইকেট)।

এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২১১ রান করে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৭৫ রান করেন বেকহ্যাম হুইলার-গ্রিনঅল। নিকোলাস লিডস্টোন করেন ৪৪ রান। ৪৪.১ ওভারেই সেই রান টপকে যায় বাংলাদেশ। জয়ের শতরানের পাশাপাশি ভাল পারফরম্যান্স দেখান তাওহিদ হৃদয় (৪০) ও শাহাদাত হোসেন (৪০ অপরাজিত)।

প্রথম সেমি-ফাইনালে পাকিস্তানকে ১০ উইকেটে উড়িয়ে ফাইনালে উঠেছে চারবারের চ্যাম্পিয়ন ভারত। আজ জিতে প্রথমবার ফাইনালে উঠল বাংলাদেশ। রবিবার মহারণ। দুই প্রতিবেশী রাষ্ট্রের তরুণ ক্রিকেটারদের লড়াই ঘিরে উত্তেজনার পারদ চড়ছে।