গার্লফ্রেন্ডকে তুতোবোন বলে পরিচয় দিতেন কার্তিক আরিয়ান, কেন!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Feb 2020 06:02 PM (IST)
কমবয়সে আর পাঁচজনের মতো লুকিয়ে চুরিয়েই প্রেম করতেন কার্তিক। সে-সময় তাঁর প্রেমিকা ছিলেন স্কুলেরই সহপাঠী। তাঁর সঙ্গে গ্বালিয়রের বিভিন্ন জায়গায় ঘোরার সময়, ভয়ে মরতেন...এই বুঝি ধরা পড়লেন আত্মীয়দের হাতে!
মুম্বই:বলিউডে পা রাখার অল্পকিছুদিনের মধ্যেই জনপ্রিয়তায় অনেককেই পিছনে ফেলেছেন কার্তিক আরিয়ান। তাঁর বাড়ির সামনে ধর্না দিয়ে প্রেম নিবেদনের মতো ঘটনাও ঘটেছে। এহেন তারকার ভ্যালেন্টাইনস ডে প্ল্যান নিয়ে সকলের মনে উৎসাহ তো থাকবেই! সেই নিয়ে রাখঢাকও করেননি কার্তিক। এবছর তাঁর অভিনীত ছবি 'লাভ আজ কাল টু' মুক্তি পাচ্ছে ভ্যালেন্টাইনস ডে-তেই। তাই কো-স্টার সারা আলি খানের সঙ্গেই ছবিটি দেখতে যাবেন কার্তিক। তবে কমবয়সে আর পাঁচজনের মতো লুকিয়ে চুরিয়েই প্রেম করতেন কার্তিক। সে-সময় তাঁর প্রেমিকা ছিলেন স্কুলেরই সহপাঠী। তাঁর সঙ্গে গ্বালিয়রের বিভিন্ন জায়গায় ঘোরার সময়, ভয়ে মরতেন...এই বুঝি ধরা পড়লেন আত্মীয়দের হাতে! এমনটাই এক সাক্ষাৎকারে জানিয়েছেন কার্তিক। পরিস্থিতি এমনও এসেছে প্রেমিকাকে তুতোবোন বলে পরিচয় দিতে হয়েছে, অকপট কার্তিক! এখন অবশ্য সময় অনেক বদলেছে। তাই কার্তিককে আর লুকিয়ে-চুরিয়ে প্রেমদিবস সেলিব্রেশন করতে হয় না। এই বছর ইমতিয়াজ আলির নির্দেশনায় মুক্তি পাচ্ছে কার্তিক-সারার 'লাভ আজ কাল টু'। ছবিটির বক্সঅফিস সাফল্যের উপরই আপাতত নির্ভর করছে, কার্তিকের প্রেমদিবস কেমন কাটবে।