সিডনি: ভারতের পর এবার মহিলাদের টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। গ্রুপ-এ থেকে ভারতের সঙ্গে আর কোনও দল শেষ চারে যাবে, সেটা এখনও স্পষ্ট নয়। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তিন ম্যাচ খেলে চার পয়েন্ট করে পেয়েছে। রান রেটে সামান্য এগিয়ে অস্ট্রেলিয়া। কাল গ্রুপের শেষ ম্যাচে দু’দল মুখোমুখি হচ্ছে। যারা জিতবে তারাই সেমি-ফাইনালে যাবে। তবে আজ গ্রুপ বি-র দলগত অবস্থান স্পষ্ট হয়ে গেল। পাকিস্তানকে ১৭ রানে হারিয়ে সেমি-ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল দক্ষিণ আফ্রিকা। এই প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে আজ জিততেই হত পাকিস্তানকে। কিন্তু ম্যাচ হেরে তারা ছিটকে গেল। অন্য ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪৬ রানে হারিয়ে শেষ চারে গেল ইংল্যান্ড। চার ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট ৬। তিন ম্যাচে দক্ষিণ আফ্রিকার পয়েন্টও ৬। মঙ্গলবার যদি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পায় দক্ষিণ আফ্রিকা, তাহলে সেমি-ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড।


চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স ভারত ও দক্ষিণ আফ্রিকার। ভারতীয় দল গ্রুপের চারটি ম্যাচই জিতে শেষ চারে উঠেছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা তিনটি ম্যাচ খেলে সবকটিতেই জয় পেয়েছে। ভারত ও দক্ষিণ আফ্রিকা যদি ফাইনালে একে অপরের মুখোমুখি হয়, তাহলে উপভোগ্য লড়াই দেখা যেতে পারে।