হ্যামিল্টন: বিশ্বকাপের মঞ্চে এই প্রথমবার। হ্যাঁ, প্রথমবার বিশ্বকাপে কোনও ম্যাচে জয় ছিনিয়ে নিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। পাকিস্তানকে ৯ উইকেট হারিয়ে ইতিহাস রচনা করল বাংলাদেশ। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। বোর্ডে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান তুলে নেয় বাংলাদশ।জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ২২৯ রানই তুলতে সক্ষম হয় পাকিস্তান। 


বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এতদিন সর্বােচ্চ রান ছিল মহিলা ক্রিকেটে ২১১। ২০১৯ সালে লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে ৪৯.৫ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২১১ রান তুলেছিল বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। কিন্তু এদিন সেই দলের বিরুদ্ধেই নিজেদের ওয়ান ডে ফর্ম্য়াটে সর্বাধিক রান বোর্ডে তুলে নিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এই নিয়ে মোট ৬ বার বাংলাদেশের মেয়েরা ওয়ান ডে ক্রিকেটে ২০০ রানের গণ্ডি টপকাতে সক্ষম হয়।


এদিন বাংলাদেশের ব্য়াটারদের মধ্যে ফরজানা হক ১১৫ বলে ৭১ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি হাঁকান তিনি। এছাড়া ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৫ বলে ৪৪ রান করেন শর্মিন আখতার। ১টি বাউন্ডারির সাহায্যে ৬৪ বলে ৪৬ রান করেছেন ক্যাপ্টেন নিগার সুলতানা।


 






জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে পাকিস্তান। ৮ ওভার বল করে ৩৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন ফাহিমা খাতুন। পাকিস্তানের সিদরা আমিন শতরান হাঁকিয়েছিলেন। কিন্তু তা কোনও কাজে আসেনি। তিনি ১০৪ রান করে আউট হন। ম্যাচের সেরা ফাহিমা বলছেন, ''এটা বাংলাদেশের মহিলা ক্রিকেটে এখনও পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য জয়। আমি আশা করব, এই জয় বাংলাদেশের মহিলা ক্রিকেটে বড় পরিবর্তন আনবে।''


এদিকে ভারতীয় মহিলা ক্রিকেট দলও বিশ্বকাপে তাঁদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। জোড়া শতরান হাঁকিয়েছিলেন স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীত কৌর।