কার্ডিফ: হাই-স্কোরিং ম্যাচে বাংলাদেশকে ১০৬ রানে হারিয়ে চলতি বিশ্বকাপে দ্বিতীয় জয় পেল আয়োজক দেশ ইংল্যান্ড। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৮৬ রান করে ইয়ন মর্গ্যানের দল। সর্বোচ্চ ১৫৩ রান করেন ওপেনার জেসন রয়। জবাবে ২৮০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। শাকিব আল-হাসান করেন ১২১ রান। তবে মুশফিকুর রহিম (৪৪) ছাড়া বাংলাদেশের অন্য কোনও ব্যাটসম্যান বড় রান করতে না পারায় শাকিবের লড়াই বৃথা যায়।

এদিন শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করতে থাকেন ইংল্যান্ডের দুই ওপেনার রয় ও জনি বেয়ারস্টো (৫১)। জোস বাটলার করেন ৬৪ রান। মর্গ্যান করেন ৩৫ রান। লিয়াম প্লাঙ্কেট ২৭ রানে অপরাজিত থাকেন। ৩৮৭ রানের টার্গেট তাড়া করে জেতা বাংলাদেশের পক্ষে প্রায় অসম্ভব ছিল। সেটা হয়ওনি। ইংল্যান্ডের হয়ে জোফ্রা আর্চার ও বেন স্টোকস তিনটি করে উইকেট নেন। মার্ক উড জোড়া উইকেট নেন।