ধর্মশালা: ছুটির দিন শনিবার। বিশ্বকাপের (ODI World Cup 2023) মঞ্চে আজ জোড়া মহারণ। প্রথম ম্যাচে আজ অস্ট্রেলিয়ার (Australia Cricket Team) বিরুদ্ধে খেলতে নামবে নিউজিল্যান্ড (New Zeland Cricket Team)। প্রথম ২ ম্য়াচে পরপর হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। আগের ম্য়াচে তো রেকর্ড গড়ে জয় ছিনিয়ে নিয়েছে ব্যাগি গ্রিনরা। ম্যাক্সওয়েলের ব্যাটে ঝোড়ো শতরানও দেখতে পাওয়া গিয়েছিল। ওয়ার্নারের ব্য়াটে সেঞ্চুরি এসেছিল। অন্যদিকে টুর্নামেন্টের আরেক ধারাবাহিক দল নিউজিল্যান্ড। ভারত ছাড়া আর কোনও দলের বিরুদ্ধে এখনও পর্যন্ত হারেনি কেন উইলিয়ামসনের দল। 


কাদের ম্যাচ


বিশ্বকাপে আজ মুখোমুখি অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড
















কখন শুরু?


ম্য়াচ শুরু সকাল ১০.৩০ টোয়। তার ৩০ মিনিট আগে, সকাল ১০টায় হবে টস


কোথায় দেখবেন


টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্


কাপ জয়ের অন্যতম দাবিদার নিউজ়িল্যান্ড (New Zealand) চলতি বিশ্বকাপে ৫ ম্য়াচ খেলে পরাজিত হয়েছে শুধু ভারতের বিরুদ্ধেই। ৮ পয়েন্ট নিয়ে তালিকায় দুই নম্বরে রয়েছেন কিউয়িরা। শনিবার ধর্মশালায় তাদের সামনে অস্ট্রেলিয়া (Australia)। জিতলে সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত।


যদিও, যতটা সহজ ভাবা হচ্ছে, ব্ল্যাক ক্যাপসদের শেষ চারের রাস্তা শৈলশহরে ততটা মসৃণভাবে তৈরি নাও হতে পারে। বরং ধেয়ে আসতে পারে তুষারঝড়। কারণ, বিশ্বকাপের প্রাথমিক পর্বে হোঁচট খাওয়ার পর অবশেষে মেজাজে ফিরেছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালের দৌড়েও রয়েছে ভাল মতোই।


নেদারল্যান্ডসকে রেকর্ড রানে হারিয়েছেন প্যাট কামিন্সরা। এর আগে ধর্মশালায় কোনওদিন ওয়ান ডে ম্য়াচ খেলেনি অস্ট্রেলিয়া। অন্য়দিকে নিউজ়িল্য়ান্ড চলতি বিশ্বকাপেই এই মাঠে খেলে ফেলেছে। ফলে পরিবেশ-পরিস্থিতির সঙ্গে অনেক বেশি সড়গড় থাকবেন টম ল্যাথামরা। যা সুবিধা দেবে কিউয়ি শিবিরকে।


তবে অজি শিবির যেন হারানো ছন্দ খুঁজে পেয়েছে। ডেভিড ওয়ার্নার রান পাচ্ছেন। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে ঝড় চলছে। ডাচদের বিরুদ্ধে ৪০ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন ম্যাড-ম্যাক্স। স্পিনার অ্যাডাম জ়াম্পা স্বপ্নের ফর্মে। ট্রাভিস হেডও সুস্থ। তবে ধর্মশালায় স্যুইং সহায়ক পরিবেশে ট্রেন্ট বোল্ট-ম্য়াট হেনরিদের বিরুদ্ধে তাঁকে ফেরানো নাও হতে পারে।