AUS vs BAN Live: মার্শ-স্মিথের ১৭৫ রানের পার্টনারশিপে বাংলাদেশকে হেলায় হারাল অস্ট্রেলিয়া

ICC World Cup 2023, BAN vs AUS: চোটের জন্য ছিটকে গিয়েছে শাকিব বিশ্বকাপ থেকে। আজকের ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। নাজমুল হোসেন শান্ত নেতৃত্বভার সামলাচ্ছেন।

ABP Ananda Last Updated: 11 Nov 2023 06:08 PM

প্রেক্ষাপট

ওয়ান ডে বিশ্বকাপের গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে আজ খেলতে নামছে অস্ট্রেলিয়া (Australia Cricket)। সামনে প্রতিপক্ষ বাংলাদেশ (Bangladesh Cricket)। অজিরা তাঁদের শেষ ম্যাচে আফগানিস্তানের (Afganistan Cricket) বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে...More

AUS vs BAN Live Score: চার মেরে জয়

চার মেরে অস্ট্রেলিয়ার জয় সুনিশ্চিত করলেন স্টিভ স্মিথ। ৩২ বল বাকি থাকতে দাপুটে মেজাজে আট উইকেটে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ৬৩ ও মিচেল মার্শ ১৭৭ রানে অপরাজিত রইলেন।