AUS vs BAN Live: মার্শ-স্মিথের ১৭৫ রানের পার্টনারশিপে বাংলাদেশকে হেলায় হারাল অস্ট্রেলিয়া
ICC World Cup 2023, BAN vs AUS: চোটের জন্য ছিটকে গিয়েছে শাকিব বিশ্বকাপ থেকে। আজকের ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। নাজমুল হোসেন শান্ত নেতৃত্বভার সামলাচ্ছেন।
চার মেরে অস্ট্রেলিয়ার জয় সুনিশ্চিত করলেন স্টিভ স্মিথ। ৩২ বল বাকি থাকতে দাপুটে মেজাজে আট উইকেটে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ৬৩ ও মিচেল মার্শ ১৭৭ রানে অপরাজিত রইলেন।
১৫০ রানের গণ্ডি পার করলেন মিচেল মার্শ। অর্ধশতরান হাঁকালেন স্টিভেন স্মিথ। ৪১ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২৭০/২। নয় ওভারে জয়ের জন্য অজ়িদের আর ৩৭ রানের প্রয়োজন।
চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় শতরান হাঁকিয়ে ফেললেন মিচেল মার্শ। মাত্র ৮৭ বলে নিজের শতরান পূরণ করলেন অজ়ি তারকা অলরাউন্ডার। তড়তড়িয়ে জয়ের দিকে এগোচ্ছে অস্ট্রেলিয়া। ৩৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২৩১/২। ৮৪ বলে অস্ট্রেলিয়ার জয়ের জন্য আর ৭৬ রানের প্রয়োজন।
মুস্তাফিজুরের বলে ৫৩ রানে প্লেড অন হন ডেভিড ওয়ার্নার। তবে মিচেল মার্শ শতরানের দিকে অগ্রসর। তিনি ৮৩ রানে ব্যাট করছেন। ২৫ ওভারে ১৫০ রানের গণ্ডিও পার করে ফেললেন অজ়িরা। বর্তমানে অজ়িদের স্কোর ১৫১/২।
১৫ ওভার শেষে শতরানের গণ্ডি পার করল অস্ট্রেলিয়া। ১৬ ওভার শেশে অস্ট্রেলিয়ার স্কোর ১০৩/১। মিচেল মার্শ ৫৩ ও ডেভিড ওয়ার্নার ৩৯ রানে ব্যাট করছেন।
৮ ওভারে ১ উইকেট হারিয়ে বোর্ডে ৩৯ রান তুলে নিল বাংলাদেশ।
রান তাড়া করতে নেমে ট্রাভিস হেডের উইকেট হারাল অস্ট্রেলিয়া। খেলছেন ওয়ার্নার ও মার্শ।
৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রান বোর্ডে তুলে নিল বাংলাদেশ।
৭৪ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তৌহিদ হৃদয়। স্টোইনিসের বলে লাবুশেনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।
অর্ধশতরান হাঁকালেন তৌহিদ হৃদয়। ৩২ রান করে রান আউট হলেন মাহমুদুল্লাহ। বাংলাদেশ ক্রিকেট দলের স্কোর ৩৯ ওভার পর ২২৮/৪
৩৩ ওভারে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ২৩৩ রান তুলে নিয়েছে বাংলাদেশ।
ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরতে হল নাজমুল হোসেন শান্তকে।
২১ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৩ রান বোর্ডে তুলে নিল বাংলাদেশ। ক্রিজে আছেন শান্ত ও হৃদয়।
৩৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেন লিটন দাস। জাম্পার বলে লাবুশেনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।
বাংলাদেশের এক উইকেটের পতন। ৩৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তানজিদ হাসান।
৮ ওভারে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ৪৮ রান তুলে নিল বাংলাদেশ। লিটনের সঙ্গে ক্রিজে আছেন তানজিদ হাসান।
৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ১৩ রান তুলে নিল বাংলাদেশ।
বিশ্রাম দেওয়া হল আগের ম্যাচের নায়ক গ্লেন ম্যাক্সওয়েলকে। এছাড়াও বিশ্রামে মিচেল স্টার্ক। দলে ঢুকলেন স্টিভ স্মিথ ও সিন অ্যাবট।
প্রেক্ষাপট
ওয়ান ডে বিশ্বকাপের গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে আজ খেলতে নামছে অস্ট্রেলিয়া (Australia Cricket)। সামনে প্রতিপক্ষ বাংলাদেশ (Bangladesh Cricket)। অজিরা তাঁদের শেষ ম্যাচে আফগানিস্তানের (Afganistan Cricket) বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে সেমিফাইনালে উঠে গিয়েছে। অন্যদিকে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে। অজিদের কাছে এই ম্যাচ যেমন সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে ড্রেস রিহার্সাল। তেমনই বাংলাদেশের কাছে এই ম্যাচ বলা যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের লড়াই।
শাকিবের বিশ্বকাপের শেষটা যে খুব একটা ভাল হয়নি তা বলাই বাহুল্য। শ্রীলঙ্কা ম্যাচে তিনি দুরন্ত পারফর্ম করে দলকে জেতালেও প্রবল সমালোচনার সম্মুখীন হন। নেপথ্যে অধিনায়ক হিসাবে তাঁর এক সিদ্ধান্ত। ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবে টাইমড আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউজ়। কোনও ব্যাটসম্যান আউট হওয়ার পরের দুই মিনিটের মধ্যে অপর ব্যাটসম্যানকে বল খেলতে তৈরি হয়ে ক্রিজে থাকতে হয়। ক্রিজে পৌঁছে ম্যাথিউজ় স্টান্স নেওয়ার সময় দেখেন হেলমেটের স্ট্র্যাপ খুলে গিয়েছে, সেটা তিনি যখন বদলের জন্য যান, তখনই টাইম আউটের আবেদন জানায় বাংলাদেশ। জেন্টলম্যানস গেম হিসেবে পরিচিত ক্রিকেটের যে ঘটনা ঘিরে উঠেছে সমালোচনার ঝড়।
এরপর চোটের জন্য ছিটকে গিয়েছে শাকিব বিশ্বকাপ থেকে। আজকের ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। ফলে মেহদি হাসান মিরাজকে দেখা যেতে পারে নেতৃত্বভার সামলাতে। শাকিব শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেই তর্জনীতে চোট পান এবং তাঁর তর্জনীতে চিড় ধরে। সেই কারণেই বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ম্যাচে তাঁর অংশ নেওয়া হচ্ছে না। এক ম্যাচের জন্য হলেও তাই বিশ্বকাপে ডাক পেলেন বিজয়। তিনি এখনও পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে মোট ৪৫টি ম্যাচ খেলেছেন। শেষ ম্যাচে বিজয় সুযোগ পান কি না এবং পেলেও, তাঁর কতটা লাভ তুলতে পারেন, সেটাই দেখার বিষয় হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -