ধর্মশালা: বিশ্বকাপে দুটো দলই আজকের ম্যাচের আগে পর্যন্ত প্রতিটা ম্যাচই জিতেছিল। পয়েন্ট টেবিলের প্রথম দুটো স্থানে ছিল দুটো দল। এদিন ধর্মশালায় মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড (India vs New Zeland)। সেই লড়াইয়েই কিউয়ি বাহিনীকে ৪ উইকেটে হারিয়ে দিল রোহিত শর্মার (Rohit Sharma) দল। বল হাতে ৫ উইকেট নিলেন মহম্মদ শামি। ব্যাট হাতে ৯৫ রানের ইনিংস খেললেন বিরাট কোহলি। ২ ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় ২৭৪ রান তুলে নেয় ভারতীয় দল। 


২৭৪ রানের লক্ষ্য়মাত্রা। শুরু থেকেই একটা ব়ড় পার্টনারশিপের দরকার ছিল। সেই মতই এদিন রোহিত শর্মা ও শুভমন গিল মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রোহিত শর্মা ছিলেন দুরন্ত ফর্মে বিশেষ করে। ৪০ বলে ৪৬ রানের ইনিংস খেলে আউট হন হিটম্যান। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি হাঁকান রোহিত। ৪টি ছক্কাও হাঁকান তিনি। গিলও এদিন ভাল শুরু করেছিলেন। কিন্তু ২৬ রানের ইনিংস খেলেন গিল। ৩৩ রানের ইনিংস খেলেন শ্রেয়স। একদিকে উইকেট পড়তে থাকলেও অন্যদিকে বিরাট ছিলেন নিজের চেনা ছন্দেই। ৯৫ রানের ইনিংস খেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। বড় শট খেলে দলকে জেতাতে চেয়েছিলেন। তবে নিজের উইকেট খুঁইয়ে বসেন তিনি। জাডেজা ৩৯ রানে অপরাজিত থেকে যান। 


শুরুতেই ডেভন কনওয়ে (০) ও উইল ইয়ংয়ের (১৭ রান) উইকেট হারিয়ে ১৯/২ হয়ে যাওয়া নিউজ়িল্যান্ডের পক্ষে ম্যাচের সেরা পর্ব তৃতীয় উইকেট পার্টনারশিপ। ১৫৯ রান যোগ করলেন ডারিল মিচেল ও রাচিন রবীন্দ্র। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তিও রবীন্দ্রর প্রতিভা দেখে মুগ্ধ। বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার হবেন রবীন্দ্র, পূর্বাভাস করেছিলেন মহারাজ। রবিবার ৮৭ বলে ৭৫ রানের ইনিংস খেলে ভারতীয় বোলিংকে চাপে রাখলেন রবীন্দ্র।









তবু নিউজ়িল্যান্ডের স্কোর যে তিনশো পেরল না, তার নেপথ্যে এমন একজন, যাঁকে টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে খেলানোই হয়নি। পরিবর্তে খেলানো হচ্ছিল শার্দুল ঠাকুরকে। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে যিনি ১০ ওভারে ৫৪ রানে নিলেন ৫ উইকেট। ৫০ ওভারে ২৭৩ রানে অল আউট হয়ে গেল নিউজ়িল্যান্ড। ম্যাচ জিততে ভারতের সামনে লক্ষ্য ২৭৪ রানের। রোহিত শর্মা-বিরাট কোহলিদের সামনে এবার কিউয়ি বোলারদের বিরুদ্ধে লক্ষ্যপূরণ করার চ্যালেঞ্জ।