বেঙ্গালুরু: বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রথম ম্যাচ থেকেে সুযোগ পাননি তিনি। কিন্তু সুযোগ পাওয়ার পর থেকে দুর্দান্ত পারফরম্য়ান্সে করেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। দুটো ম্যাচে ইনিংসে পাঁচটি করে শিকার করেছেন। এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে ১৫ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন মহম্মদ শামি। ৫.৩০ ইকনমি রেটে বোলিং করেছিলেন শামি। সেরা ফিগার ছিল ১৮/৫। শামির সঙ্গে চলতি টুর্নামেন্টে মহম্মদ সিরাজও ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছেন প্রাতিপক্ষের ব্যাটারদের সামনে। এক সাক্ষাৎকারে কে এল রাহুল বলেন, ''নেটে শামি ও সিরাজের বল খেলা সত্যিই ভীষণ চ্যালেঞ্জিং।
চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত ভারতীয় দল। টানা আট ম্যাচ খেলে সবগুলোতেই জয় ছিনিয়ে নিয়েছে তারা। অনেকেই এই দলটির সঙ্গে ২০০৩ সালের অস্ট্রেলিয়া দলের তুলনা টানছেন। ব্যাট হাতে শতরান হাঁকিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। রান পেয়েছেন শ্রেয়স আইয়ার, কে এল রাহুল ও শুভমন গিলও। তবে ভারতের পেস অ্যাটাক চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি ভয়ঙ্কর লেগেছে। বুমরা নিয়েছেন ৮টি ম্যাচে ১৫টি উইকেট। বোলিং গড় ১৫.৫৩। বুমরার ইকোনমি রেট আরও কম। মাত্র ৩.৬৫। সাধারণত পাওয়ার প্লে ও ডেথ ওভারে বল করেন তিনি। সেই সময়ই সব থেকে রান তোলার সুযোগ থাকে। অথচ সেই সময়ই ওভার প্রতি ৪ রানের কম দেন বুমরা। তাঁর সব থেকে ভাল বোলিং ৩৯ রান দিয়ে ৪ উইকেট। সিরাজ ৮টি ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন। তাঁর বোলিং গড় ৩১.৭০। ইকনমি রেট ৫.২৩।