PAK vs AUS Live: ব্যর্থ শফিক-ইমামের লড়াই, অস্ট্রেলিয়ার কাছে ৬২ রানে ম্যাচ হারল পাকিস্তান

ICC World Cup 2023, AUS vs PAK Live: অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। দুজনই করলেন সেঞ্চুরি।

ABP Ananda Last Updated: 20 Oct 2023 10:07 PM
Aus vs Pak Live: ৪৫.৩ ওভারে ৩০৫ রানে অল আউট পাকিস্তান

৪৫.৩ ওভারে ৩০৫ রানে অল আউট পাকিস্তান। ৬২ রানে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। ৪ উইকেট অ্যাডাম জ়াম্পার।

Aus vs Pak Live: ৪৫ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৩০১/৯

মহম্মদ নওয়াজকে ফেরালেন অ্যাডাম জ়াম্পা। উসামা মীর ও হাসান আলিও পরপর ফিরলেন। ৪৫ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৩০১/৯।

ODI World Cup Live: ৪০ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২৭২/৫

প্যাট কামিন্স তুলে নিলেন সউদ শাকিলকে (৩০ রান)। অ্যাডাম জ়াম্পার বলে ফিরলেন ইফতিকার আমেদ (২০ বলে ২৬ রান)। ৪০ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২৭২/৫।

ODI World Cup 2023: জ়াম্পার বলে ফিরলেন বাবর

অ্যাডাম জ়াম্পার বলে ফিরলেন বাবর আজ়ম (১৪ বলে ১৮ রান)। ৩৩ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২২২/৩।

ODI World Cup Live: ফিরে গেলেন দুই ওপেনার

ফিরে গেলেন দুই ওপেনার। দুজনকেই ফেরালেন মার্কাস স্টোইনিস। ৬৪ করে ফিরলেন শফিক। ইমাম করলেন ৭০ রান। ২৫ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১৬৯/২।

ODI WC Live: ২১ ওভারের শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ১৩৪

পাল্টা জবাব দিচ্ছেন পাক ওপেনারেরাও। ক্যাচ ফেলে সুবিধা করে দিয়েছেন অজ়ি ক্রিকেটারেরাও। আবদুল্লা শফিকের ক্যাচ ফেলেছেন শন অ্যাবট। ইমাম উল হকের ক্যাচ ফেলেছেন প্যাট কামিন্স। ২১ ওভারের শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ১৩৪।

Aus vs Pak Live Score: ২৭ রানে দাঁড়িয়ে থাকা আবদুল্লা শফিকের ক্যাচ বাউন্ডারি লাইনে ফেললেন শন অ্যাবট

প্যাট কামিন্সের বলে ২৭ রানে দাঁড়িয়ে থাকা আবদুল্লা শফিকের ক্যাচ বাউন্ডারি লাইনে ফেললেন শন অ্যাবট। ১৫ ওভারের শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৯৪ রান। 

ODI World Cup Live: ৭ ওভারের শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৪৬

ক্রিজে ইমাম উল হক ও আবদুল্লা শফিক। ৭ ওভারের শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৪৬।

Pak vs Aus Live: প্রথম ওভারে ৪টি ওয়াইড মিচেল স্টার্কের

প্রথম ওভারে ৪টি ওয়াইড মিচেল স্টার্কের। ১ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৮/০।

Aus vs Pak Live: ৫০ ওভারে অস্ট্রেলিয়া তুলল ৩৬৭/৯

শেষ দিকে পরপর উইকেট হারাল অস্ট্রেলিয়া। শেষ ৪২ রানে পড়ল ৬ উইকেট। ৫০ ওভারে অস্ট্রেলিয়া তুলল ৩৬৭/৯। ম্যাচ জিততে পাকিস্তানকে তুলতে হবে ৩৬৮ রান।

ODI World Cup Live: ১২৪ বলে ১৬৩ রান করে ফিরলেন ওয়ার্নার

১২৪ বলে ১৬৩ রান করে ফিরলেন ওয়ার্নার। ৪৫ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩৪০/৫।

ODI World Cup Live: ১০৮ বলে ১২১ রান করে আউট হন মার্শ

বিশ্বের সপ্তম ক্রিকেটার হিসাবে জন্মদিনে সেঞ্চুরি করলেন তিনি। ১০৮ বলে ১২১ রান করে আউট হন মার্শ। ২০১১ সালে পাল্লেকেলেতে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে-তে জন্মদিনে সেঞ্চুরি করেছিলেন রস টেলর। ৩৮ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২৮৪/২।

ODI World Cup 2023 Live: নওয়াজের ওভারে পরপর দুই বলে সেঞ্চুরি সম্পূর্ণ ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের

মহম্মদ নওয়াজের ওভারে পরপর দুই বলে সেঞ্চুরি সম্পূর্ণ ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের। ৩১ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২১৪/০।

Aus vs Pak Live: ২৭ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৮৫/০

৯৩ রানে অপরাজিত ডেভিড ওয়ার্নার। ৭৯ রানে ক্রিজে মিচেল মার্শ। ২৭ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৮৫/০।

AUS vs PAK Live Score: অর্ধশতরান মিচেল মার্শের

টানা দ্বিতীয় অর্ধশতরান মিচেল মার্শ। ২টো ছক্কা ও ৮টি বাউন্ডারির সাহায্যে পেরোলেন হাফ সেঞ্চুরি। 

AUS vs PAK Live Score: হাফ সেঞ্চুরি ওয়ার্নারের

বাউন্ডারি হাঁকিয়ে ৩৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন ডেভিড ওয়ার্নার। 

AUS vs PAK Live Score: ১০ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৮২/০

পাওয়ার প্লে-র প্রথম ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৮২ রান বোর্ডে তুলে নিল পাকিস্তান। 

AUS vs PAK Live Score: ১০ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৮২/০

পাওয়ার প্লে-র প্রথম ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৮২ রান বোর্ডে তুলে নিল পাকিস্তান। 

AUS vs PAK Live Score: ৬ ওভার শেষে ৩৭ রান অস্ট্রেলিয়ার

৬ ওভার শেষে ৩৭ রান বোর্ডে তুলে নিল অস্ট্রেলিয়া। এখনো কোনও উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। 

AUS vs PAK Live Score: ৬ ওভার শেষে ৩৭ রান অস্ট্রেলিয়ার

৬ ওভার শেষে ৩৭ রান বোর্ডে তুলে নিল অস্ট্রেলিয়া। এখনো কোনও উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। 

AUS vs PAK Live: প্রথম ওভারেই রিভিউ খোয়ালো পাক দল

প্রথম ওভারেই একটি রিভিউ খোয়ালো পাকিস্তান। ম্যাচের প্রথম বলেই লেগবিফোরের আবেদন করেছিলেন শাহিন আফ্রিদি। 

AUS vs PAK Live Score: টস জিতলেন বাবর

টস জিতলেন বাবর। কামিন্সদের আমন্ত্রণ জানালেন ব্যাটিংয়ের জন্য। বিশ্বকাপে এখনও পর্যন্ত ২ দলের সাক্ষাতে ১০ বারের মধ্যে ৬ বার অজিরা জিতেছে, ৪ বার পাক দল জিতেছে। 

প্রেক্ষাপট

আজ বিশ্বকাপে (ODI World Cup 2023)  অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান (Pakistan) শিবির। এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে দুটো ম্যাচ জিতেছে বাবর আজমের দল। অন্যদিক অস্ট্রেলিয়া ৩ ম্যাচ এখনও পর্যন্ত খেলে মাত্র ১টি ম্যাচ জয় পেয়েছে। শেষ ম্যাচে তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে। এর আগে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারতে হয়েছিল প্যাট কামিন্সের দলকে। অন্যদিকে ভারতের বিরুদ্ধে হারলেও শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিলেন শাহিন, রউফরা।


অজি শিবিরের সবচেয়ে বড় চিন্তার কারণ ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের ফর্ম। দুজনেই এবার হয়ত তাদের শেষ বিশ্বকাপ খেলছেন। দলের ২ অভিজ্ঞ তারকা। কিন্তু এখনও পর্যন্ত কোনও ম্যাচে মনে হয়নি যে তাঁরা ছন্দে আছেন। মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিতলেও লোয়ার মিডল অর্ডার ম্যাচ জিতিয়েছিল শেষ পর্যন্ত। এখনও পর্যন্ত বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে মোট ৩৮টি একদিনের ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ১৪ ম্যাচে যে দল প্রথমে ব্যাট করতে নেমেছে তারা জিতেছে। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা দল ২০ ম্যাচে জয়লাভ করতে পেরেছে। ফলে এই মাঠে যে কোনও দলই রান তাড়া করতে বেশি পছন্দ করে। ফলে যে দল শুক্রবার টস জিতবে, তারা প্রথমে বল করার সিদ্ধান্ত নেবে বলেই আশা করা হচ্ছে। প্রথম ইনিংসে এই উইকেটে গড় স্কোর ২৩২ রান, অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ২১৫ রান।



ওয়ান ডে ফর্ম্যাটে এই দুই দেশের মধ্যে সাক্ষৎ হয়েছে ১০৭ বার। যার মধ্যে অজিরা জিতেছে ৬৯ বার। পাকিস্তান জিতেছে ৩৪ বার। ৩টি ম্যাচ অমীংসিত এবং ১ ম্যাচ টাই হয়েছিল। এবারে বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩ ম্যাচ খেলে পয়েট টেবিলে চারে রয়েছে পাকিস্তান, অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেল পয়েন্ট টেবিলে ছয়ে রয়েছে অজিরা। এই ম্যাচ থেকে ২ পয়েন্ট তুলে নিতে চাইবে ২ দলই।



 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.