World Cup 2023: ১৭০ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড, ২২৯ রানের বড় ব্যবধানে জয় প্রোটিয়া শিবিরের

ICC World Cup 2023, ENG vs SA Live: চলতি বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রথম বড় অঘটন। গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানের বিরাট ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় আফগানিস্তানের।

ABP Ananda Last Updated: 21 Oct 2023 08:59 PM
SA vs ENG Live: হার ইংল্য়ান্ডের

১৭০ রানের বেশি বোর্ডে তুলতেই পারল না ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে হার বাটলার বাহিনীর। 

SA vs ENG Live Score: ১৬ ওভারে ইংল্যান্ডের স্কোর ৯৪/৭

ইংল্যান্ডের সপ্তম উইকেটের পতন। ১৬ ওভার শেষে মাত্র ৯৪ রান বোর্ডে তুলল। 

SA vs ENG Live:ইংল্যান্ডের ৬ উইকেটের পতন

ইংল্য়ান্ডের ব্যাটিং ভরাডবু। ১৩ ওভারে ৭৬ রান বোর্ডে তুলতেই ৬ উইকেট হারাল ইংল্যান্ড। 

SA vs ENG Live Score: আউট স্টোকস

চোট সারিয়ে ফিরেছিলেন। কিন্তু রান পেলেন না বেন স্টোকস। মাত্র ৫ রান করে রাবাডার বলে তাঁর হাতেই ক্যাচ তুলে ফিরে গেলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার।

SA vs ENG Live: মালান আউট

ইংল্যান্ডের তৃতীয় উইকেটের পতন। মাত্র ৩১ রান বোর্ডে তুলতেই তৃতীয় উইকেটের পতন ব্রিটিশদের। আউট মালান

SA vs ENG Live Score: ইংল্য়ান্ডের ২ উইকেটের পতন

৪ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২৩ রানের বিনিময়ে ২ উইকেট। আউট হয়ে ফিরলেন রুট ও বেয়ারস্টো।

SA vs ENG Live: ইংল্যান্ডের লক্ষ্যমাত্রা ৪০০

৫০ ওভারে ৩৯৯ রান বোর্ডে তুলে নিল দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ৪০০। 

SA vs ENG Live Score: অর্ধশতরান ইয়েনসেনের

মার্কাে ইয়েনসেন অর্ধশতরান পূরণ করলেন। ৩৫ বলে পেরোলেন এই মাইলস্টোন।

SA vs ENG Live: সেঞ্চুরি ক্লাসেনের

দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন হেনরিক ক্লাসেন। ৬১ বলে এই মাইলস্টােন স্পর্শ করলেন প্রোটিয়া উইকেট কিপার ব্যাটার।

SA vs ENG Live Score: তিনশো পেরোল প্রোটিয়া বাহিনী

তিনশোর গণ্ডি পেরোল দক্ষিণ আফ্রিকা। শতরানের পথে এগােচ্ছেন হেনরিক ক্লাসেন।

SA vs ENG Live: দক্ষিণ আফ্রিকার স্কোর ২৮৭/৫

৪৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৭ রান বোর্ডে তুলে নিল দক্ষিণ আফ্রিকা। 

প্রেক্ষাপট

মুম্বই: বিশ্বকাপে আজ মুখোমুখি হয়েছে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা। ২ দলই তাঁদের শেষ সাক্ষাতে হারের সম্মুখিন হয়েছিল। ইংল্যান্ডকে হারতে হয়েছিল আফগানিস্তানের বিরুদ্ধে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিল নেদারল্য়ান্ডস। চলতি বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রথম বড় অঘটন। গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানের বিরাট ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় আফগানিস্তানের।



এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় নিজের দেশের ভূমিকম্প বিধ্বস্ত মানুষদের উৎসর্গ করতে চেয়েছিলেন রাশিদ খান। তারকা আফগান লেগি ম্যাচের পর বলেছিলেন, ''এটা আমাদের কাছে বিশাল জয়। এই ধরনের পারফরম্যান্স আমাদের বিশ্বাস জোগাবে। বিশ্বকাপের বাকি ম্যাচগুলির জন্য শক্তি দেবে। ক্রিকেট এমনই একটা খেলা, যা আমাদের দেশে সকলকেই আনন্দ দেয়। ইংল্য়ান্ডের বিরুদ্ধে এই ঐতিহাসিক জয়ও আমার দেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দ দেবে। সম্প্রতি ভূমিকম্পে বিধ্বস্ত আমার দেশ। তিন হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে। অনেক ঘর-বাড়ি তছনছ হয়ে গিয়েছে। এই জয়টা হয়তো কারও মুখে একটু হাসি ফোটাবে। হয়তো সেই ভয়ংকর দিনের কথা কিছুক্ষণের জন্য ভুলে থাকতে পারবে।''



নেদারল্যান্ডসের বিরুদ্ধে অন্য ম্যাচে হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তাঁদের কাছেও এই ম্যাচ প্রত্য়াবর্তনের ম্যাচ। এখনও পর্যন্ত ওই একটি ম্যাচ ছাড়া বাকি ম্যাচগুলোয় একেবারেই খারাপ পারফরম্যান্স ছিল না প্রোটিয়া বাহিনীর।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.