চেন্নাই: রাত পোহালেই শুরু বিশ্বকাপ (ODI World Cup)। আর তার আগে টিকিটের বায়নাক্কায় জেরবার বিরাট কোহলি (Virat Kohli)। অতিষ্ঠ হয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেই দিলেন, বিশ্বকাপের টিকিট চাইবেন না। বরং বাড়িতে বসে টিভিতে ম্যাচ উপভোগ করুন।
কোহলির স্টোরি দেখে মজার জবাব দিয়েছেন স্ত্রী অনুষ্কা শর্মা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কোহলির বার্তার স্ক্রিনশট দিয়েছেন অনুষ্কা। সেই সঙ্গে লিখেছেন, 'বিরাটের কাছে মেসেজের রিপ্লাই না পেলে আবার আমাকে ফোন করে বসবেন না।'
বিশ্বকাপের টিকিটের চাহিদা তুঙ্গে। অনলাইনে টিকিট বিক্রি শুরুর হওয়ার পরেই ভারতের সব ম্যাচের টিকিট মুহূর্তের মধ্যে শেষ। অনেকে অভিযোগ করেছেন, টিকিট বিক্রি শুরু হওয়ার আগে থেকে প্রস্তুতি নিয়েও টিকিট কাটতে পারেননি তাঁরা। এই অবস্থায় অনেকেই পরিচিতদের কাছ থেকে টিকিট জোগাড়ের চেষ্টা করছেন। সেই তালিকায় রয়েছেন ক্রিকেটারেরাও। বিশ্বকাপের সময় টিকিটের অনুরোধে যাতে মনঃসংযোগে ব্যাঘাত না ঘটায়, তার জন্যই বিরাট আগে থেকে অনুরোধ করলেন বন্ধুদের।
রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ ভারতের। তার আগে বন্ধুদের অনুরোধ করলেন বিরাট কোহলি। তাঁর অনুরোধ, বিশ্বকাপের খেলা দেখার জন্য তাঁর কাছে যেন কেউ টিকিট না চান। একই অনুরোধ করেছেন বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মাও। সোশ্যাল মিডিয়ায় বিরাট লিখেছেন, 'বিশ্বকাপ শুরু হতে তলেছে। আমার সব বন্ধুদের কাছে অনুরোধ, বিশ্বকাপের সময় টিকিট চেয়ে লজ্জা দেবে না। বাড়িতে বসে ম্যাচের আনন্দ উপভোগ করো'।
শোনা যাচ্ছে, বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও ক্রিকেট তারকা বিরাট কোহলি (Virat Kohli) দ্বিতীয় বার অভিভাবক হতে চলেছেন। একাধিক সূত্র মারফৎ খবর, অনুষ্কা ইতিমধ্যেই গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিক (Second Trimester) পর্যায়ে পৌঁছে গিয়েছেন।
এক জাতীয় বিনোদন সংস্থা সূত্রে খবর, 'অনুষ্কা শর্মা দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। আগেরবারের মতোই অনুরাগীদের সঙ্গে এই সুখবর তিনি ভাগ করে নেবেন গর্ভাবস্থার শেষের দিকে।' ২০২১ সালের জানুয়ারি মাসে বিরাট ও অনুষ্কার কোলে আসে তাঁদের প্রথম সন্তান, তাঁদের কন্যা ভামিকা।
আপাতত, কাজের থেকে খানিক বিরতি নিয়ে বাড়িতে, বিশেষ করে মেয়েকে সময় দিচ্ছেন অনুষ্কা। এমনকী মেয়ের শিশু বয়সে যাতে তার সঙ্গে বেশি সময় কাটাতে পারেন তিনি, তাই ভাইয়ের সঙ্গে তৈরি করা প্রযোজনা সংস্থা থেকেও সরে এসেছেন অভিনেত্রী।
ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, 'এটা কোনও কাকতালীয় ঘটনা নয়। তিনি সাধারন মানুষের নজর থেকে দূরেই থাকার চেষ্টা করছেন যাতে জল্পনা এড়ানো যায়।' সম্প্রতি বেশ কিছুদিন ধরে মুম্বইয়ে তাঁকে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হতে দেখা যায়নি। অনলাইনেও তেমন কোনও ছবি পোস্ট করেননি তিনি। এমনকী এও শওনা গেছে যে সম্প্রতি তাঁদের এক মেটার্নিটি ক্লিনিকের সামনে দেখা গিয়েছিল। কিন্তু পাপারাৎজিদের তাঁরা অনুরোধা করেন কোথাও ছবি পোস্ট না করতে। তাঁরা নিজেরাই এব্যাপারে ঘোষণা করবেন বলেও কথা দেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: স্পিনারদের হাতে আফগানিস্তানের বিশ্বকাপ ভাগ্য, তিক্ত অভিজ্ঞতা ভুলতে পারবেন রশিদরা?