আমদাবাদ: বিশ্বকাপে (ICC World Cup 2023) আজ নিজেদের গ্রুপ লিগের শেষ ম্যাচে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা (South Africa) ও আফগানিস্তান (Afganistan)। প্রথম দল বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে আগেই। আর দ্বিতীয় দল এদিন নিজেদের শেষ ম্যাচে জয় দিয়ে অভিযান শেষ করতে মরিয়া। যদিও খাতায় কলমে এখনও রশিদ, নবিদের সেমিতে ওঠার সুযোগ রয়েছে। কিন্তু সেই অঙ্ক প্রায় অসম্ভবের সমান। গতকাল কিউয়িরা লঙ্কা বধ করে এখন তারাই কার্যত সেমিতে পৌঁছে গিয়েছে।


বিশ্বকাপে আফগানিস্তানের অভিযান চলতি বছর দুর্দান্ত ছিল। তিন বিশ্বচ্যাম্পিয়ন দল ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে তাঁরা হারিয়েছে এবার। এছাড়াও ডাচদের বিরুদ্ধেও জয় ছিনিয়ে নিয়েছে তারা। এর আগে ২০১৫ সালে স্কটল্যান্ড ও ২০১৯ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় ছাড়া বিশ্বকাপের মঞ্চে আর কোনও সাফল্য ছিল না যুদ্ধবিধ্বস্ত দেশটির। আজ আমদাবাদে অঙ্কের নিরিখেও যদিও দেখা যায় তবে আফগানদের দক্ষিণ আফ্রিকাকে ৪৩৮ রানের ব্যবধানে হারাতে হবে। যা কোনওভাবেই সম্ভব নয়। ফলে এমনটা বলাই যায় যে আফগানিস্তানের বিশ্বকাপ অভিযান আজই শেষ হচ্ছে।


অন্যদিকে দক্ষিণ আফ্রিকা চলতি বিশ্বকাপে শুরু থেকেই তাঁদের বিজয়রথ ছুটিয়েছিল। তবে প্রথম ধাক্কা আসে অখ্যাত নেদারল্যান্ডসের বিরুদ্ধে। রান তাড়া করতে নেমে হারতে হয় প্রোটিয়া বাহিনীকে। এরপর ফের জয়ের সরণিতে ফিরলেও ভারতের বিরুদ্ধে ফের হার। যদিও তাতে সেমিতে ওঠা আটকায়নি বাভুমার দলের। আজ আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচ দক্ষিণ আফ্রিকার কাছে অনেকটাই সেমিফাইনালের আগে প্রস্তুতি ম্যাচের মত। দলে কিছু বদলও হতে পারে। 


এখনও পর্যন্ত এই দুই দল একটি ওয়ান ডে ও দুটো টি-টোয়েন্টিতে পরস্পর মুখোমুখি হয়েছে। কোনও ম্যাচেই জিততে পারেনি তারা। তবে এই আফগানিস্তান অনেক আলাদা আগের তুলনায়। এরা চমক দিতে জানে। বিশ্বের সেরা দলগুলোকে প্রশ্নের মুখে ফেলতে জানে। দলের টপ অর্ডারে প্রত্যেক ব্য়াটারই চলতি টুর্নামেন্টে আড়াইশোর বেশি রান ঝুলিতে পুরে নিয়েছেন। রশিদ খান দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিলেও মুজিব, নবীন, নূর প্রত্যেকেই নজর কেড়েছেন। 


সম্ভাব্য একাদশ


দক্ষিণ আফ্রিকা


কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), তেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফান ডার ডুসেন, এইডেন মারক্রাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়েনসেন, জেরাল্ড কোয়েতজি, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি।


আফগানিস্তান


রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মহম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক, ফজলখ ফারুখি।