পুণে: ভারতের বিরুদ্ধে ম্য়াচে কি অঘটন ঘটাতে পারবেন বাংলাদেশের (Bangladesh) ক্রিকেটাররা? আফগানিস্তান ইংল্যান্ডকে হারিয়েছে। নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। অনেকেই বলছে শাকিবরাও ভারতীয় দলকে হারিয়ে দিতে পারেন। তবে এমনটা হওয়া প্রায় অসম্ভব, এমনই মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই সভাপতি মনে করেন এই ভারতকে হারানো ভীষণ কঠিন কাজ বিশ্বের যে কোনও দলেরই। নিজের সােশ্যাল মিডিয়ায় সৌরভ আগামীকালের ম্যাচ নিয়ে বার্তা দিয়েছে। সেখানে তিনি জানিয়েছেন, ''আমি জানি যে আফগানিস্তান ইংল্যান্ডকে হারিয়েছে। নেদারল্যান্ডস প্রোটিয়াদের হারিয়েছে। কিন্তু সত্যি বলতে বাংলাদেশের পক্ষে এই ম্যাচে ভারতকে হারানো সত্যিই খুব কঠিন কাজ। বাংলাদেশের অনেক বন্ধু রয়েছেন, যাঁরা আশা করছেন যে বাংলাদেশও হয়ত ভারতকে হারিয়ে দিতে পারবে।'' তিনি আরও বলেন, ''বাংলাদেশ এমন একটা দেশ আমি ভীষণ পছন্দ করি। আমি ওখানে অনেকবার গিয়েছি। আমি নিশ্চই চাইব যে বাংলাদেশ যেন ভাল খেলে। কিন্তু এটাও ঠিক ভারতীয় দল যে ফর্মে রয়েছে বর্তমান সময়ে, তাতে এই দলকে হারানো সত্যিই খুব কঠিন। ভারতকে অত্যন্ত খারাপ খেলতে হবে, তবেই একমাত্র বাংলাদেশ হয়ত হারাতে পারবে। আশা করি দারুণ একটা উত্তেজক ম্যাচ হতে চলেছে আগামীকাল।''


https://www.facebook.com/reel/1324469298189294


উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় সালকিয়ার বাবুডাঙ্গায় দুর্গাবাড়ি মহাপুজোর ৬০তম বর্ষের পুজো উদ্বোধন করেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক সৌরভ। সালকিয়া সংহতি সংঘের উদ্যোগে এ বছরের পুজোর থিম লালমাটির পুরুলিয়া। গোটা মণ্ডপে আদিবাসী সমাজের সংস্কৃতি এবং জীবনধারা তুলে ধরা হয়েছে। মণ্ডপের আশেপাশে বাজছে ধামসা মাদল।


প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন সৌরভ। তারপর সাংবাদিকদের তিনি বলেন, 'বিশ্বকাপে দুর্দান্ত খেলছে ভারত। তবে এখনও অনেকটা পথ বাকি। চ্যাম্পিয়ন হতে গেলে এখনও লম্বা পথ পাড়ি দিতে হবে রোহিত শর্মাদের। সবে গ্রুপ পর্বের ম্যাচ শুরু হয়েছে। এখনও গ্রুপ পর্বে ৬টি ম্যাচ ও সেমিফাইনাল, ফাইনাল সব বাকি। পরে বোঝা যাবে ভারতীয় দল কতদূর যাবে। তবে ভারতীয় দলে সবাই ভাল খেলছে।'


কয়েকদিন আগেই এবিপি লাইভকে একান্ত সাক্ষাৎকারে সৌরভ বলেছিলেন, 'এশিয়া কাপ থেকেই বলে আসছি, সোশ্যাল মিডিয়াতেও লিখেছি যে, ভারত খুব শক্তিশালী দল। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে যেভাবে হারিয়েছে, খুব একটা অবাক নই। দারুণ বোলিং আক্রমণ। বুমরা দুর্দান্ত ছন্দে। আমি দেখতে চাই শামিও এই বোলিং আক্রমণে যুক্ত হচ্ছে। তাহলে ভারতের বোলিং আরও শক্তিশালী হয়ে যাবে। দক্ষিণ আফ্রিকাও খুব শক্তিশালী দল। অস্ট্রেলিয়াকে ওরাও হারিয়েছে। ভাল বিশ্বকাপ হচ্ছে।'