নয়াদিল্লি: আয়ারল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে একদিনের ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সেরা ১০ দলে সামিল হল সন্ত্রাস-বিধ্বস্ত এই দেশ। ইংল্যান্ডে ২০১৯-র আগামী বিশ্বকাপে দেখা যাবে তাদের।
আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের পর আবেগ উচ্ছ্বাসে ভাসলেন আফগানিস্তানের ক্রিকেটাররা। মাঠেই শুরু হয়ে যায় উত্সব। পরে আফগানিস্তান ড্রেসিংরুমেও তা ছড়িয়ে পড়ে।
আফগান ক্রিকেটার রশিদ খানকে চিত্কার করে বলতে শোনা যায়, 'we are in'। সোশ্যাল মিডিয়ায় আফগান ড্রেসিংরুমের উত্সবের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ড্রেসিংরুমে আফগান দলের সদস্যদের নাচতে দেখা গিয়েছে।
আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে তোলে ২০৯ রান। রশিদ খান ৪০ রান তিনি তিনটি উইকেট নেন। এই নিয়ে একদিনের ক্রিকেটে ৯৯ টি উইকেট সংগ্রহ করলেন এই আফগান বোলার। মহম্মদ শাহজাদের ৫৪ রানের ইনিংসে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।