নয়াদিল্লি: চিরাচরিত প্রথার বাইরে অন্য কোনও টেকনিক গ্রহণ করার ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় ক্রিকেটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনীহা রয়েছে বলে দাবি করলেন স্টিভ স্মিথের ছোটবেলার কোচ ট্রেন্ট উডহিল। তিনি একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘স্টিভেন যদি ভারতীয় হত, ওর ব্যাটিংয়ের টেকনিক সহজেই সবাই গ্রহণ করত। আমরা দেখেছি (বিরাট) কোহলি, (সুনীল) গওস্কর, (রোহিত) শর্মা, (সৌরভ) গঙ্গোপাধ্যায়, (বীরেন্দ্র) সহবাগ, সবারই অন্যরকম টেকনিক। ভারতীয়রা শুধু রান করার কথাই ভাবে। কীভাবে রান করা হচ্ছে, সেটা নিয়ে ভারতীয়রা মাথা ঘামায় না। কিন্তু অস্ট্রেলিয়ায় শুধু রান করাই নয়, কীভাবে রান করা হচ্ছে সেটাও দেখা হয়।’
উডহিল আরও বলেছেন, ‘যারা অন্যরকম টেকনিক মেনে নিতে পারে না, তাদের থেকে তরুণ ক্রিকেটারদের রক্ষা করা দরকার। অস্ট্রেলিয়ার ড্রেসিংরুম একজন তরুণ ক্রিকেটারের পক্ষে নির্মম জায়গা হতে পারে। অস্ট্রেলিয়ায় আমরা অন্যরকম কিছু মেনে নিতে পারি না। প্রথার বাইরে গিয়ে ব্যাটিং করে যদি স্টিভেন স্মিথ শতরান করে, তার চেয়ে চিরাচরিত টেকনিক মেনে ব্যাটিং করে শন মার্শের ৩০ রান বেশি কদর পাবে। অথচ অন্য দেশে এরকম হয় না। রশিদ খান অফস্পিনারদের মতো বল ধরলেও, লেগস্পিন বোলিং করে। অনিল কুম্বলে নানারকমভাবে বোলিং করত। কিন্তু অস্ট্রেলিয়ায় একই ধারা চলে আসছে।’
স্টিভ স্মিথ ভারতীয় হলে ওর টেকনিক নিয়ে কোনও প্রশ্ন উঠত না, দাবি ছোটবেলার কোচের
Web Desk, ABP Ananda
Updated at:
18 Sep 2019 08:06 PM (IST)
উডহিল আরও বলেছেন, যারা অন্যরকম টেকনিক মেনে নিতে পারে না, তাদের থেকে তরুণ ক্রিকেটারদের রক্ষা করা দরকার।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -