কেপটাউন: প্রথম টেস্টে দলের বাইরে রাখা হয়েছিল তাঁদের। সেই কেএল রাহুল, আজিঙ্কা রাহানে ও ইশান্ত শর্মা জোরদার অনুশীলন করতে দেখা গেল। অন্যদিকে, প্রথম টেস্টে জয়ের পর দক্ষিণ আফ্রিকার কোচের হুঁশিয়ারি, তাঁর দল পেসারদের নিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের নাজেহাল করে তুলতে বদ্ধপরিকর।
প্রথম টেস্টে চতুর্থ দিনেই ভারত ৭২ রানে হেরে যায়। ফিল্য।ন্ডারের পেস বোলিং এই ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের মাথা তুলতে দেয়নি। দ্বিতীয় ইনিংসে একাই ছয়টি উইকেট দখল করে ভারতের ব্যাটিং অর্ডার তচনচ করে দেন ফিল্যান্ডার।
ম্যাচ হারার পর দিন রাহুল, ইশান্ত ও রাহানের সঙ্গে অনুশীলনে পৌঁছন পার্থিব পটেলও। প্রায় দেড় ঘন্টা তাঁরা অনুশীলন করেন। এই সময় সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার ও বোলিং কোচ ভরত অরুণ হাজির ছিলেন।
পাশাপাশি দুটি নেটে ছিলেন রাহুল ও রাহানে। তাঁরা থ্রোডাউন ও নেটে বোলিংয়ের মুখোমুখি হন। ইশান্ত বোলিং করেন। সবশেষে ব্যাটিং করেন পার্থিব।
প্রথম টেস্টে ভারতের প্রথম একাদশ বাছাই নিয়ে বেশ চর্চা হয়েছে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি রাহানে ও ইশান্ত দলের বাইরে থাকায় বিস্মিত হয়েছিলেন বলে জানান।
রাহানের জায়গায় দলে সুযোগ পেয়ে রোহিত শর্মা দুই ইনিংস মিলিয়ে মোট ২১ রানই করেন। অন্যদিকে, অভিষেক টেস্টে দুই ইনিংসে ১১২ রান দিয়ে চার উইকেট পান জসপ্রিত বুমরাহ।
এখন দেখার আগামী ১৩ জানুয়ারি সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে রাহানে, ইশান্ত ও রাহুলের নাম নিয়ে আলোচনা হয় কিনা।
অন্যদিকে, চোটের কারণে দলের খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। যদিও কোচ ওটিস গিবসন বিষয়টিকে ততটা গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলেছেন, প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তো স্টেইন বোলিং করতে পারেননি। এরপরও ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলে দিয়েছিলেন পেসাররা। সিরিজের বাকি দুটি টেস্টেই পেসারদের দিয়েই ভারতের ব্যাটিং অর্ডারের মোকাবিলা করতে চায় দল।
গিবসন বলেছেন, ঘরের মাঠে খেলার সময় নিজের শক্তি অনুযায়ীই সব দল খেলে। আমাদের হাতে ভালো মানের পেসার রয়েছে। আমি ফাস্ট বোলারদের অনেক বেশি খোলামনে খেলতে দেওয়ার পক্ষে। এই সিরিজ তো বটেই ঘরের মাঠে সারা মরশুমেই চার বোলার নিয়ে টিম কীভাবে খেলে, সেটাই এখন দেখার।
দুই নয়া পেসার ডোয়েন আলিভিওর ও লুঙ্গি এনগিডিকে দলে নেওয়া হয়েছে। অন্যদিকে, অলরাউন্ডার ক্রিস মরিস দ্বিতীয় টেস্টের চূড়ান্ত একাদশে সামিল হওয়ার দৌড়ে রয়েছেন। সেঞ্চুরিয়ান ও ওয়ান্ডারার্সে (তৃতীয় টেস্ট খেলা হবে এই মাঠে)-ও পেসাররা দারুন সাহায্য পাবেন।