অ্যান্টিগা: কয়েকদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ডারেন সামি জানিয়েছিলেন যে, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হতে হয়েছিল। এবার যাঁরা তাঁকে এ ধরনের অবমাননাকর মন্তব্য করেছিলেন, তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁকে ‘কালু’ নামে ডাকা হয়েছিল বলে জানা গিয়েছে।
গত সোমবার ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে সামি তাঁর ও শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরারা সম্পর্কে সানরাইজার্সের ড্রেসিংরুমে ব্যবহৃত শব্দের অর্থ জানতে পারার পর নিজের অনুভূতির কথা জানিয়েছেন।

ওই ভিডিও পোস্ট করে সামি বলেছেন, আমি সারা বিশ্বেই খেলেছে এবং বহু মানুষের ভালোবাসা পেয়েছি। যেখানেই খেলেছি, সেখানকার ড্রেসিংরুমের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত হয়েছি।  এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি একটা নির্দিষ্ট শব্দের অর্থ জানার পর ক্ষুব্ধ হই। তা খুবই অবমাননাকর। সঙ্গে সঙ্গেই মনে পড়ে যায়, সানরাইজার্সে খেলার সময় আমাকে এই শব্দ বলা হত, যা কৃষ্ণাঙ্গদের সম্পর্কে অবমাননাকর।

২০১৩ ও ২০১৪-তে সানরাইজার্সের হয়ে খেলেছিলেন যে সামি। তাঁর কথায়, যে সময় তাঁকে ওই শব্দে ডাকা হত, তিনি তার মানে জানতেন না। আর ওই নামে তাঁকে ডাকার পর সহ খেলোয়াড়রা হাসিহাসি করতেন।

সামি বলেছেন, আমি ওইসব ব্যক্তিকে মেসেজ করব, জানতে পারবে তোমরা কারা।

সামি বলেছেন, তখন সেই কথার মানে তিনি জানতেন না। কিন্তু এখন বুঝেছেন, তা অবমাননাকর।

সামি বলেছেন, সানরাইজার্সের ড্রেসিংরুমে প্রচুর ভালো স্মৃতি রয়েছে। তাই যারা ওই শব্দ ব্যবহার করত, তারা তা নিয়ে ভাবুক।একটু কথাবার্তা হয়ে যাক। আর যদি এটা খারাপ অর্থে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে আমি খুবই হতাশ হব।

যদিও সামির সানরাইজার্সে ইরফান পঠান, বেণুগোপাল রাও ও পার্থিব পটেলের মতো সহ খেলোয়াড়রা বলেছেন, ক্যারিবিয়ান অলরাউন্ডার সম্পর্কে এ ধরনের কোনও শব্দ ব্যবহার নিয়ে তাঁদের কিছুই জানা নেই।

ইরফান বলেছেন, ২০১৪-তে আমি সামির সঙ্গেই ছিলাম। আমার মনে হয়, এমনটা সত্যি হলে বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা হত। কাজেই এ ব্যাপারে আমার কিছুই জানা নেই। কারণ, বৃহত্তরভাবে এ ব্যাপারে কোনও আলোচনাই হয়নি। তবে এ ব্যাপারে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। কারণ,  ঘরোয়া ক্রিকেটে এ ধরনের ঘটনা দেখেছি।

উল্লেখ্য, সামি আমেরিকায় সম্প্রতি এক কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে চলতি বিক্ষোভের সরব সমর্থক।