কলকাতা: সদ্যই টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইট-ওয়াশ করে ৩-০ হারিয়েছে ভারত। এবার কি ইংল্যান্ডের পালা? এমনটাই কিন্তু মনে করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। আগামী ৯ নভেম্বর রাজকোটে শুরু হচ্ছে প্রথম টেস্ট। সৌরভ মনে করছেন, ঘরের মাঠে চলতি দুরন্ত ফর্ম ধরে রাখবে কোহলি-ব্রিগেড। এই ফর্ম বজায় থাকলে ইংল্যান্ডকেও সিরিজে পাঁচটি ম্যাচেই হারতে হবে বলে মনে করছেন সৌরভ।
প্রাক্তন বাঁহাতি ব্যাটসম্যান বলেছেন, ভারত এখন দারুন ক্রিকেট খেলছে।নিউজিল্যান্ডকে যেভাবে হোয়াইট ওয়াশ করা হয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধেও তার পুনরাবৃত্তি হবে বলে আশা করছি। তাই ইংল্যান্ডের উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে।
সৌরভের সুরই শোনা গিয়েছে প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভনের মন্তব্যেও। তিনি বলেছেন, প্রথম শ্রেণীর স্পিনারদের খেলার ক্ষেত্রে সমস্যা রয়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। বাংলাদেশের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে টার্নিং হল খেলার ক্ষেত্রে ইংরেজ ব্যাটসম্যানদের বেশ বেগ পেতে হয়েছে। ভারত সফরে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের স্পিন মোকাবিলায় ইংল্যান্ডকে নতুন কোনও কৌশল নিতে হবে।
ইংল্যান্ডও হোয়াইট ওয়াশ হতে পারে, বলছেন সৌরভ
ABP Ananda, web desk
Updated at:
03 Nov 2016 01:22 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -