দীর্ঘসময়ের জন্য অধিনায়কত্ব করতে তৈরি, বলছেন রোহিত শর্মা
Web Desk, ABP Ananda | 30 Sep 2018 12:13 PM (IST)
নয়াদিল্লি: সদ্য এশিয়া কাপে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করেছেন অস্থায়ী অধিনায়ক রোহিত শর্মা। এবার তিনি দীর্ঘ সময়ের জন্য জাতীয় দলকে নেতৃত্ব দিতে চাইছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোহিত বলেছেন, ‘আমরা এশিয়া কাপে ভাল খেলেছি। কেন অধিনায়কত্ব করতে রাজি হব না? আমি দীর্ঘ সময়ের জন্য অধিনায়কত্ব করতে তৈরি। যখনই সুযোগ পাব, তখনই আমি দায়িত্ব নিতে তৈরি।’ এবারের এশিয়া কাপে খেলেননি বিরাট কোহলি। তাঁর বদলে অধিনায়ক হন রোহিত। এই সুযোগ কাজে লাগিয়েছেন তিনি। ফাইনালে রোমহর্ষক ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সপ্তমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এই সাফল্যের জন্য দলের সবাইকে কৃতিত্ব দিয়েছেন রোহিত। তিনি বলেছেন, ‘দল ভাল হলে অধিনায়ককে সবসময়ই ভাল লাগে। বাকি ১০ জনের সাহায্য ছাড়া অধিনায়কের কাজ সহজ হয় না। তাই ওদের কৃতিত্ব দিতেই হবে।’