লন্ডন: পাকিস্তানে বিশ্ব একাদশের হয়ে খেলতে যাবেন। সেজন্য ভিসা পেতে বার্মিংহামে পাকিস্তানের কনস্যুলেটে গিয়ে অপমানিত হলেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। আগামী ১২, ১৩ এবং ১৫ সেপ্টেম্বর লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে তিনটি টি-২০ ম্যাচ হবে পাকিস্তান ও বিশ্ব একাদশের মধ্যে। ইন্ডেপেনডেন্স কাপের অঙ্গ হিসেবে এই ম্যাচগুলির জন্য  ১৮ সদস্যের বিশ্ব একাদশ দলে রয়েছেন তাহির। এই দলে রয়েছেন সাতটি টেস্ট ক্রিকেট খেলা দেশের ক্রিকেটাররা। এ জন্যই ভিসা পেতে পাক কনস্যুলেটে গিয়েছিলেন তাহির। এরপর তিনি যে পরিস্থিতির সম্মুখীন হলেন তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন তিনি। পাক কনস্যুলেটে তিনি যে ব্যবহার পেয়েছেন তাতে তিনি হতাশ বলে জানিয়েছেন তাহির। তিনি ট্যুইটারে লিখেছেন, বিশ্ব একাদশের হয়ে খেলতে ভিসা সংগ্রহের জন্য পাক হাই কমিশনে গিয়ে  আমাকে ও আমার পরিবারকে অপদস্থ হতে হল। এমনকি হাই কমিশন থেকে বেরিয়ে যেতেও বলা হয়। এই ঘটনা জানার পর পাক স্বরাষ্ট্রমন্ত্রী এহসান ইকবাল ঘটনার যথাযথ তদন্ত ও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। পাক বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার নিজের পোস্টে লিখেছেন, বার্মিংহামে পাক কনস্যুলেটে গিয়ে দুর্ভাগ্যজনক ঘটনার মুখোমুখি হতে হল। প্রায় পাঁচ ঘন্টা অপেক্ষার পর বলা হল, অফিসের সময় শেষ হয়ে গিয়েছে। আমাদের বেরিয়েও যেতে বলা হল। শেষপর্যন্ত হাই কমিশনার ইবন ই আব্বাস হস্তক্ষেপ করেন। তিনি কনস্যুলেটের কর্মীদের ভিসা দেওয়ার নির্দেশ দেন। তাহিরের আক্ষেপ, তিনি পাক বংশোদ্ভূত হওয়া সত্ত্বেও যে ব্যবহার তিনি পেয়েছেন, তা খুবই পরিতাপের।