বিশাখাপত্তনম: নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা এক অভিনব ঘটনা ঘটালেন। ক্রিকেটের ইতিহাসে প্রথমবার খেলোয়াড়দের জার্সিতে নিজেদের নামের বদলে তাঁদের মায়ের নাম দেখা গেল। মা-কে শ্রদ্ধা জানিয়ে জার্সিতে তাঁদের নাম লিখে এদিন খেলতে নামলেন মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানেরা।

একটি টেলিভিশন চ্যানেলের হয়ে ‘নয়ি শোচ’ শীর্ষক বিজ্ঞাপনে সমাজে নারী-পুরুষের সমানাধিকারের সওয়াল করছেন ভারতীয় ক্রিকেটাররা। সেই বিজ্ঞাপনের অঙ্গ হিসেবেই আজ মায়ের নাম লেখা জার্সি পরে খেলতে নামলেন রোহিত শর্মা, মণীশ পান্ডেরা।


 

এই নতুন ভাবনা প্রসঙ্গে ধোনি বলেছেন, ‘আমরা বাবার পদবী ব্যবহার করি। কিন্তু মা আমাদের জন্য যা করেছেন, সেটাকে স্বীকৃতি দেওয়া দরকার। এটা খুব আবেগপ্রবণ বিষয়। প্রকাশ্যে মায়েদের সম্মান দিতে পেরে ভাল লাগছে। আমি সারা ভারতকে এই বিষয়টি মাথায় রাখতে বলব এবং প্রতিদিন মায়েদের অবদানের স্বীকৃতি দেওয়ার অনুরোধ করব।’

ভারতীয় ক্রিকেটারদের এই উদ্যোগের প্রশংসা করছেন ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজন। তাঁরা ট্যুইটারে এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন।