কেপটাউন: চোট সারিয়ে জাতীয় দলে ফেরার পর থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। একের পর এক ম্যাচে জাতীয় দলের জার্সিতে কখনও ফিনিশার হিসেবে তো কখনও অলরাউন্ডার হিসেবে জয় এনে দিয়েছেন। প্রতিপক্ষ দল সমীহ তো করছেই, এমনকী প্রাক্তন ক্রিকেটাররাও হার্দিকের (Hardik) প্রশংসায় পঞ্চমুখ। এবার প্রাক্তন প্রোটিয়া তারকা লান্স ক্লুজনার (Lance Klusener) মনে করছেন যে হার্দিক পাণ্ড্য একাদশ থাকলে ভারতীয় দল একদম অন্য়রকম দেখতে মনে হয়।


কী বলছেন ক্লুজনার?


গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই চোটের জন্য ছিটকে গিয়েছিলেন হার্দিক পাণ্ড্য। আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন করে দলকে চ্যাম্পিয়ন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আবার নিজের জায়গা সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে পাকা করেন হার্দিক। প্রাক্তন প্রোটিয়া তারকা ক্লুজনার বলেন, ''সাদা বলের ফর্ম্যাটে হার্দিকের মতো অলরাউন্ডার থাকা যে কোনও দলের জন্য বাড়তি পাওনা। ওঁকে ফের জাতীয় দলে দেখতে পাওয়াটা ভাগ্যের ব্যাপার।''


আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে জাতীয় দলে থাকবেন না হার্দিক পাণ্ড্য। গুজরাতের অলরাউন্ডারকে বিশ্রাম দেওয়া হলেও জিম্বাবোয়ে দলের ব্যাটিং কোচ ক্লুজনার মনে করেন ভারতের বিরুদ্ধে তাঁর দলকে কঠিন চ্যালেঞ্জের মুখ পড়তে হবে। 


ক্লুজনার বলেন, ''জিম্বাবোয়ে দলের জন্য এটা একটা বিশাল প্রাপ্তি। ভারতের মতো দলের বিরুদ্ধে ছেলেরা খেলার সুযোগ পাচ্ছে। অনেক কিছু শেখার ও জানার সুযোগ রয়েছে। ছেলেদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আসন্ন সিরিজে।''


সুন্দরের বদলি শাহবাজ


আশঙ্কা ছিলই, সেই আশঙ্কা সত্যি করেই ফের চোটের কারণে ভারতের জার্সি গায়ে মাঠে নামতে পারছেন না ওয়াশিংটন সুন্দর। আসন্ন জিম্বাবোয়ে সফর থেকে ছিটকে গেলেন তিনি। বিসিসিআইয়ের তরফে আজই, মঙ্গলবার (১৬ অগাস্ট) ওয়াশিংটনের জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে যাওয়ার কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়।


প্রসঙ্গত, আইপিএলে নিজের বোলিং হাতে চোট পাওয়ার পর থেকে বহুদিন মাঠের বাইরে ছিলেন ওয়াশিংটন। আইপিএলও মাঝপথেই ছাড়তে হয় তাঁকে। তারপরেই কাউন্টি ক্রিকেটে প্রথমবার দেখা গিয়েছিল তাঁকে। এবার সেখানেও চোটের হাত থেকে রেহাই পেলেন না ভারতীয় অলরাউন্ডার। তাঁর বদলে ভারতীয় দলে প্রথমবার সুযোগ পেলেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ।