কাল গুজরাতকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে কেকেআর
Web Desk, ABP Ananda | 20 Apr 2017 06:44 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
কলকাতা: আগামীকাল ইডেনে মুখোমুখি হচ্ছে চলতি আইপিএল-এর শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্স ও সবার নীচে থাকা গুজরাত লায়ন্স। পরপর তিন ম্যাচে জিতে আত্মবিশ্বাসে ভরপুর গৌতম গম্ভীরের দল। অন্যদিকে, লিগ টেবলে সবার নীচে থাকা সুরেশ রায়নার দল সমস্যায় জর্জরিত। ঘরের মাঠে দর্শক সমর্থন থাকবে কেকেআর-এর সঙ্গে। ফলে টানা চতুর্থ জয় তুলে নিয়ে লিগ টেবলে অবস্থান উন্নত করাই লক্ষ্য গম্ভীরদের। চলতি আইপিএল-এ কেকেআর-এর সবচেয়ে বড় সুবিধা হল, দলের প্রয়োজনে সবাই ভাল খেলছেন। ফলে ক্রিস লিন চোটের জন্য দলের বাইরে থাকলেও কোনও সমস্যা হচ্ছে না। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলকে ভরসা দিচ্ছেন সুনীল নারিন। তিনি ওপেন করার ফলে কেকেআর-এর বিশেষ সুবিধা হচ্ছে। বিপক্ষ দলগুলি চাপে পড়ে যাচ্ছে। কেকেআর-এর ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও দলকে ভরসা দিচ্ছেন। বিশেষ করে স্পিনাররা। এটাই আবার গুজরাতের সমস্যা। আগামীকালও অলরাউন্ড পারফরম্যান্সেই ঘরের মাঠে গুজরাতকে হারাতে চাইছেন গম্ভীররা।