রাঁচি: বিবাহিত জীবনে ১১টি বসন্ত পার করে ফেললেন মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী ধোনি। আর এই বিশেষ দিনেই স্ত্রী’কে বিশেষ উপহারও দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। পুরোনো আমলের একটি গাড়ি মাহি উপহার দিয়েছেন তাঁর প্রিয়তমাকে। নিজের ইনস্টাগ্রামে সেই গাড়ির ছবি পোস্ট করেছেন সাক্ষী নিজেই। ২০১০ সালের ৪ জুলাই সাতপাকে বাঁধা পড়েছিলেন ধোনি-সাক্ষী। দম্পতির এই বিশেষ দিনটিতে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন অসংখ্য সমর্থকরা।


এর আগেও স্ত্রীকে বিভিন্ন সময়ে বিভিন্ন উপহার দিয়েছেন ধোনি। আর বিবাহবার্ষিকী তো যে কোনও দম্পতির জন্যই সবেচেয়ে স্পেশাল দিন। নিজের ইনস্টাগ্রামে উপহার পাওয়া গাড়ির ছবি পোস্ট করেছেন সাক্ষী। সেই গাড়িটি অনেকটাই দেখতে ভোক্সফাগেন বিটল ১৯৬১ মডেলের মত। ছবির সঙ্গে ইনস্টাগ্রাম পোস্টে সাক্ষী লিখেছেন, ‘ধন্যবাদ বিবাহবার্ষিকীর এই সুন্দর উপহারের জন্য।’


গাড়ির প্রতি ধোনির ভালোবাসা কারও অজানা নয়। নিজের গ্যারেজে দেশি, বিদেশি, নামী, অনামী বিভিন্ন রকম মডেলের গাড়ি রয়েছে তাঁর। বাইকও রয়েছে বিভিন্ন রকম। সাক্ষী তাঁর সোশ্যাল মিডিয়ায় ধোনির সংগৃহীত গাড়িগুলোর ভিডিও পোস্ট করেছিলেন কিছুদিন আগেই। ধোনির গ্যারেজে যেই যেই গাড়িগুলো শোভা পাচ্ছে, তা হল পোর্শে ৯১১, জিপ গ্র্যান্ড চেরোকি ট্র্যাকহক, ল্যান্ড রোভার ফ্রিল্যান্ডার, অডি কিউ ৭, ফেরারি ৫৯৯।


আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত বছর ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিনে অবসর নিয়েছিলেন ধোনি। এরপর থেকে শুধুমাত্র আইপিএলেই খেলতে দেখা গিয়েছে মাহিকে। গত বছর আইপিএলে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি ধোনি ও তাঁর আইপিএল দল চেন্নাই সুপার কিংস। আপাতত সেপ্টেম্বরে আইপিএলের দ্বিতীয় পর্বের জন্য প্রস্তুতি নিচ্ছেন ধোনি। যদিও এই মুহূর্তে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন ধোনি। এরপরই আমিরশাহিতে আইপিএল খেলতে দলের সঙ্গে উড়ে যাবেন।


২০১৫ সালে অস্ট্রেলিয়ায় ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপের সময় ধোনির স্ত্রী সাক্ষী তাঁদের একমাত্র কন্যাসন্তান জিভার জন্ম দেন। ধোনি-সাক্ষীর বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছে চেন্নাই সুপার কিংস।