দুবাই: আইপিএলের জন্য প্রস্তুতি পর্ব শুরু করে দিল চেন্নাই সুপার কিংস। আইপিএলের দ্বিতীয় পর্বে অংশ নিতে সবার প্রথম দল হিসেবে দুবাইয়ে উড়ে গিয়েছে সিএসকে। এবার সেখানে গিয়ে অনুশীলনেও নেমে পড়লেন মহেন্দ্র সিংহ ধোনি, সুরেশ রায়নারা। দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমিতে প্রস্তুতি শুরু করে দিল সিএসকে।  


আইপিএলের ১৪ তম সংস্করণ মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়েছিল। বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছিলেন। এই জন্যই টুর্নামেন্টের মাঝপথেই তা স্থগিত করে দিতে বাধ্য হন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সেসময় আক্রান্তদের মধ্যে ছিলেন সিএসকের দেবদত্ত পাড়িক্কল, বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি সহ আরও অনেকে।


আমিরশাহি উড়ে আসার আগে চেন্নাইয়ে গোটা শিবিরের একটি ক্যাম্প হয়েছিল এই মাসের শুরুতে। সেখান থেকেই আমিরশাহির উদ্দেশে রওনা দেয় সিএসকে শিবির। অধিনায়ক ধোনি ছাড়াও শিবিরে রয়েছেন সুরেশ রায়না, রবিন উথাপ্পা, দীপক চাহার ও দেবদত্ত পাড়িক্কল সহ আরও অনেকে। প্রত্যেকেই ১৩ অগাস্ট আমিরশাহিতে পাড়ি দেন। 


এই মরসুমে আইপিএলে এখনও পর্যন্ত পয়েন্ট টেবিল দ্বিতীয় স্থানে রয়েছে সিএসকে। ঝুলিতে রয়েছে ১০ পয়েন্ট। স্থগিত হওয়ার আগে পর্যন্ত আইপিএলে পাঁচটি ম্যাচে জয় পেয়েছে ধোনি বাহিনী। ৮ম্যাচে খেলে পয়েন্ট টেবিলে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস।  বিরাটের আরসিবি ও রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। গত বছর অত্যন্ত খারাপ পারফরম্যান্সের পর এবার প্লে অফে ওঠার ব্যাপারে আশাবাদী সিএসকে। গত বছর আইপিলে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে শেষ করেছিল ধোনির দল। 


ধোনির একটি লুক বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। যেখানে ধোনিকে দেখা যাচ্ছে রকস্টারের মতো চেহারায়। রঙিন চুল। বাহারি পোশাক। গায়ে লেদার জ্য়াকেট। হাতে রিস্টলেট। ধোনির যে চেহারা নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম।


বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের তরফে এমএস ধোনির একটি নতুন ছবি পোস্ট করা হয়েছে। ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে। লাইক, কমেন্ট আর শেয়ারের বন্যা। অনেকের অনুমান, ধোনির নতুন চেহারাটি সংযুক্ত আরব আমিরাশাহিতে আইপিএলের বাকি অংশ শুরু হওয়ার আগে একটি বাণিজ্যিক প্রচারের অংশ।