নয়াদিল্লি: আগামী ২১ অগাস্ট থেকে শুরু হতে চলেছে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ (BWF World Championship)। তার আগেই বড় ধাক্কা খেয়েছে ভারতীয় শিবির। চোটের জন্য ছিটকে গিয়েছেন পিভি সিন্ধু (PV Sindhu)।  বাঁ-দিকের গোড়ালিতে স্ট্রেস ফ্র্যাকচার হওয়ায় চ্যাম্পিয়নশিপে খেলতে নামতে পারবেন না ২৭ বছর বয়সি ভারতীয় শাটলার। আর তিনি ছিটকে যাওয়ায় এখন ভারতের আশা লক্ষ্য সেন (Lakshya Sen) ও সাইনা নেহওয়াল (Saina Nehwal)। এবারের টুর্নামেন্টে মোট ২৭ জন শাটলারকে পাঠানো হচ্ছে এই টুর্নামেন্টে। তার মধ্যে ৭ জন সিঙ্গলস প্লেয়ার ও ১০টি জুটি। পুরুষ সিঙ্গলসে বিশ্বের ১০ নম্বর লক্ষ্য সেন। ২০২১ সালে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। চলতি বছরে টমাস কাপে জয় পেয়েছে। এছাড়াও বার্মিংহাম কমনওয়েলথ গেমসে সোনা জয়ের সঙ্গে সঙ্গে লক্ষ্যকে নিয়ে প্রত্যাশাও বেড়ে গিয়েছে। আসন্ন টুর্নামেন্টেও আলমোরার এই তরুণের দিকে নজর থাকবে। সিন্ধু ছিটকে যাওয়ায় মহিলাদের সিঙ্গলসে সব আশা সাইনা নেহওয়ালকে নিয়ে।


এছাড়াও, গতবছর বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন কিদাম্বি শ্রীকান্ত। তবে সম্প্রতি ছন্দে নেই। শেষ দুই টুর্নামেন্ট, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া ওপেনে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন। তবে মে মাসে টমাস কাপে ৬টি ম্যাচই জিতে ভারতকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিলেন। ২০২২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভাল কিছু করতে মরিয়া থাকবেন তিনি।


উল্লেখ্য, ১৯৭৭ সালে সুইডেনের মালমোয় প্রথমবার এই বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছিল। টোকিওতে হতে চলা আসন্ন টুর্নামেন্টটি বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ২৭ তম আসর। গত বছর এই টুর্নামেন্ট থেকে ভারত মোট ১২টি পদক জিতেছিল। তার মধ্য়ে ছিল ১টি ,সোনা, ৪টি রুপো ও ৭টি ব্রোঞ্জ। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী প্রথম ভারতীয় শাটলার পিভি সিন্ধু। ২০১৯ সালে তিনি পদক জিতেছিলেন।


 




শ্রীকান্তের অগ্নিপরীক্ষা

 

গতবছর বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন কিদাম্বি শ্রীকান্ত। তবে সম্প্রতি ছন্দে নেই। শেষ দুই টুর্নামেন্ট, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া ওপেনে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন। তবে মে মাসে থোমাস কাপে ৬টি ম্যাচই জিতে ভারতকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিলেন। ২০২২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভাল কিছু করতে মরিয়া থাকবেন তিনি।


ডাবলসে লড়াই

 

ডাবলসে সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ শেট্টি প্রথম রাউন্ডে বাই পেয়ে গিয়েছেন। দ্বিতীয় রাউন্ডেও তাঁদের প্রতিপক্ষ খুব কঠিন নয়। তবে প্রি-কোয়ার্টার ফাইনালে গোহ ভি শেম ও ট্যান কিংয়ের বিরুদ্ধে মুখোমুখি হতে পারেন ভারতীয় ডাবলস জুটি। সেই ম্যাচ কিন্তু বেশ কঠিনই হবে।