হুবলি: বৃষ্টিতে ভারত এ বনাম নিউজিল্যান্ড এ (Ind A vs NZ A) দ্বিতীয় চারদিনের ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হল। গোটা ম্যাচে মাত্র ৭৮.৩ ওভার খেলা হয়েছে। ভারত ২২৯/৬ স্কোরে প্রথম ইনিংস ডিক্লেয়ার দেওয়ার পর নিউজিল্যান্ড এ দল ১২.৩ ওভারে ৩৯/২ তোলে। একটি উইকেট নিয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার (Mukesh Kumar)।


ভারত এ বনাম নিউজিল্যান্ড এ দলের প্রথম ম্যাচও অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। ফলে তিনটি চারদিনের ম্যাচের সিরিজের ফয়সালা নির্ভর করে থাকবে তৃতীয় তথা শেষ ম্যাচের ওপর।


দ্বিতীয় ম্যাচ বৃষ্টির জন্য একদিনও পুরো খেলা হয়নি। তবে ভারতের হয়ে প্রথম ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার কে এস ভরত (অপরাজিত ৭৪ রান) হতাশ নন। বলছেন, 'আবহাওয়ার ওপর কারও হাত নেই। বৃষ্টির মধ্যেও ম্যাচ করার খুব চেষ্টা করেছিলেন মাঠকর্মীরা। অনেক মানুষ এই আবহাওয়াতেই খেলা দেখতে এসেছিলেন। কিন্তু প্রকৃতির ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই।'


ভরত যোগ করেছেন, 'উইকেট ভাল ছিল। ব্যাটাররা শৃঙ্খলা মেনে খেললে রান পেয়েছে। আমার ও শার্দুলের পার্টনারশিপ ভাল হয়েছিল। নিউজিল্যান্ড রান খরচ করে না। ওদের বোলারদের বিরুদ্ধে পরিশ্রম করে রান অর্জন করতে হয়।'


জাতীয় টেস্ট দলে ঋদ্ধিমান সাহার বিকল্প মনে করা হচ্ছে কে এস ভরতকে। ঋদ্ধিমানকে জাতীয় দল থেকে ছেঁটে ফেলার সময় জানা গিয়েছিল, জাতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় বঙ্গ উইকেটকিপারকে বলেছিলেন যে, তাঁরা ভরতকে দ্বিতীয় উইকেটকিপার হিসাবে তৈরি করতে চান। যা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল।


ভরত অবশ্য দলে সুযোগ পাওয়ার লড়াই উপভোগ করছেন। বলেছেন, 'ভারত এ দল দারুণ একটা মঞ্চ। এখানে নিজেদের পরীক্ষা করে নেওয়ার সুযোগ থাকে। জাতীয় দলে ডাক এলে তার আগে যেন নিজেদের প্রাথমিক ব্যাপারগুলো ঠিক রাখা যায়। ভি ভি এস লক্ষ্মণ স্যারও সেটা বলেন।' যোগ করেছেন, 'ভারতীয় দলে জায়গা পেতে লড়াই করতেই হবে। এই প্রতিদ্বন্দ্বিতা থাকা ভাল। সাস্থ্যকর প্রতিযোগিতা। মহেন্দ্র সিংহ ধোনি, ঋদ্ধিমান সাহা তারপর ঋষভ পন্থ, আমি, আমরা সকলেই এই লড়াই ভালবাসি। উপভোগ করি।'


 






ভরত আরও বলেছেন, 'পরিশ্রম করে যেতে চাই। সুযোগ পাওয়া নিয়ে ভাবি না। তবে কোনওরকম অভিযোগ করায় আমার বিশ্বাস নেই। সুযোগ পেলেই সেটা কাজে লাগাতে হবে।'


আরও পড়ুন: কোহলির পর এবার স্টিভ স্মিথেরও খরা কাটল, দুই বছর পর এল ওয়ান ডে সেঞ্চুরি