IND v ENG 2nd ODI Live Updates: ৩৯ বল বাকি থাকতে ৬ উইকেটে জয়, সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড
আজ ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে চলতি সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ। তিন ম্যাচের সিরিজে ভারত ১-০ এগিয়ে।
পুণেতে দ্বিতীয় ওয়ান ডে-তে ভারতকে ৬ উইকেটে হারাল ইংল্যান্ড। ৩৯ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে গেল ইংল্যান্ড। সিরিজে সমতা ফেরালেন জনি বেয়ারস্টো-বেন স্টোকসরা।
পরপর দুই উইকেট হারাল ইংল্যান্ড। প্রসিদ্ধ কৃষ্ণর বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হলেন জনি বেয়ারস্টো। ১১২ বলে ১২৪ রান করলেন তিনি।
৫২ বলে ৯৯ রান করে ভুবনেশ্বর কুমারের বাউন্সারে আউট হলেন বেন স্টোকস। সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে। তবে জয়ের দিকেই এগোচ্ছে ইংল্যান্ড। ১৪.৪ ওভারে আর মাত্র ৫২ রান চাই ইংরেজদের। হাতে রয়েছে ৮ উইকেট।
ভারতের ৩৩৬/৬ স্কোর তাড়া করতে নেমে দুরন্ত সেঞ্চুরি করলেনব জনি বেয়ারস্টো। এক উইকেটে ২০০ রান করল ইংল্যান্ড।
জনি বেয়ারস্টোর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন জেসন রয়। ৫২ বলে ৫৫ রান করে ফিরলেন তিনি।
পুণেতে রান তাড়া করতে নেমে ভাল শুরু ইংল্যান্ডের। কোনও উইকেট না হারিয়ে একশো রানে পৌঁছে গেল ইংল্যান্ড। ক্রিজে জনি বেয়ারস্টো ও জেসন রয়।
৮.৩ ওভারে ইংল্যান্ডের স্কোর ৫০/০। ক্রিজে জেসন রয় ও জনি বেয়ারস্টো
৩৩৭ রান তাড়া করতে নেমে ৫ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ২১/০
প্রথমে বিরাট কোহলি। পরে কে এল রাহুল, ঋষভ পন্থ ও হার্দিক পাণ্ড্য। পুণেতে ব্যাট হাতে শাসন করলেন ভারতীয় ব্যাটসম্যানেরা। প্রথমে ব্যাট করে ভারত তুলল ৩৩৬/৬
পুণেতে দুরন্ত হার্দিক পাণ্ড্য, ৪টি ছক্কা মেরে মাত্র ১৩ বলে ৩০ রানে ক্রিজে রয়েছেন বঢোদরার অলরাউন্ডার।
পুণেতে ঝোড়ো ইনিংস খেলে আউট হলেন পন্থ। ৪০ বলে ৭৭ রান করলেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন কে এল রাহুল। ১০৮ বলে ১০০ রান করলেন কর্নাটকের ক্রিকেটার। ওয়ান ডে ক্রিকেটে এটা তাঁর পঞ্চম শতরান।
পুণেতে মাত্র ২৮ বলে ৫০ রান পূর্ণ করলেন ঋষভ পন্থ।
পুণে-তে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৪১ ওভারের শেষে ভারতের স্কোর ২২৫/৩। ৯২ রানে ক্রিজে কে এল রাহুল। ৪০ রানে অপরাজিত ঋষভ পন্থ।
৩৫ ওভার শেষে ভারতের রান ৩ উইকেটে ১৭৩। ক্রিজে রাহুল (৬৯) ও ঋষভ পন্থ (৬)।
৩২ ওভারে ১৬৮ রানে ভারতের তৃতীয় উইকেটের পতন। ৬৬ রান করে আউট কোহলি।
২৪ ওভারে ভারতের রান ২ উইকেটে ১০৮। কোহলি ৪২ ও রাহুল ৩৪ রানে ক্রিজে।
রোহিত ও শিখর ফেরার পর ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন কোহলি ও রাহুল। ১৭ ওভার শেষে ভারতের রান ২ উইকেটে ৭৫। কোহলি ২৭ ও রাহুল ১৬ রানে ব্যাট করছেন।
টসে হেরে ব্যাট করতে নেমে নয় ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারাল ভারত। চার রান করে টোপলের বলে প্যাভিলিয়নে ফেরেন শিখর ধবন। ৯ রানে প্রথম উইকেট হারায় ভারত। এরপর স্যাম কুরানের বলে ২৫ রান করে আউট হন রোহিত শর্মা। ৩৭ রানে দ্বিতীয় উইকেটের পতন হয় ভারতের। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও কেএল রাহুল।
ইংল্যান্ডের প্রথম একাদশ- জেসন রয়, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, মইল আলি, স্যাম কুরান, টম কুরান, আদিল রশিদ ও রিস টোপলে
ভারতের প্রথম একাদশ-রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি (অধিনায়ক), কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ, হার্দিক পান্ড্য, ক্রুণাল পান্ড্য, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ
সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের।
প্রেক্ষাপট
India vs England 2nd ODI: আজ ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে চলতি সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ। তিন ম্যাচের সিরিজে ভারত ১-০ এগিয়ে। প্রথম ম্যাচে জিতেছে ভারত। এর আগে টেস্ট ও টি ২০ সিরিজ জিতেছে ভারত। আজকের ম্যাচ জিতে সিরিজ দখল করাই বিরাট কোহলি ব্রিগেডের লক্ষ্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -