বিশাখাপত্তনম: ভারতের সংক্ষিপ্ত ওভারের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি যেভাবে একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের রস টেলরকে রান আউট করেছিলেন, সেই একই ভঙ্গিতে আজ বিশাখাপত্তনমে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে হাসিব হামিদকে রান আউট করলেন ঋদ্ধিমান সাহা।

বিশেষজ্ঞরা বরাবরই ঋদ্ধিমান সাহার উইকেটকিপিংয়ের প্রশংসা করেন। ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি বাংলার এই ক্রিকেটারকে বর্তমানে দেশের সেরা উইকেটকিপার বলে অভিহিত করেছেন। কিন্তু রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে উমেশ যাদবের বলে পরপর দু ওভারে দু বার বেন স্টোকসের সহজ ক্যাচ ফেলে সমালোচনার মুখে পড়েছিলেন ঋদ্ধিমান। আজ সেই সমালোচনার জবাব দিলেন তিনি।

আরও পড়ুন, ভারতের ৪৫৫, ১০৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড

শুরুতে অধিনায়ক অ্যালেস্টার কুকের উইকেট হারানোর পর জো রুট ও হামিদের জুটি ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরাচ্ছিল। দলের রান ৫০ পেরিয়ে যায়। এরপরেই ঋদ্ধিমানের সৌজন্যে ফের ব্যাকফুট চলে যায় ইংল্যান্ড। ডিপ ফাইন লেগে বল ঠেলে দ্রুত রান নিতে ছোটেন রুট। প্রথম রান নেওয়ার পর তিনি দ্বিতীয় রান নেওয়ার চেষ্টা করেন। কিন্তু রান নেওয়া সম্ভব নয় দেখে অনেকটা এগিয়ে আসা হামিদকে ফেরত পাঠান রুট। ততক্ষণে জয়ন্ত যাদব বল ধরে ঋদ্ধিমানের দিকে ছুঁড়ে দেন। থ্রো ভাল না হলেও, বলটি ধরে না তাকিয়েই উইকেটের দিকে ছুঁড়ে দেন ঋদ্ধি।

দেখুন সেই রান আউটের ভিডিও