ইন্দওর: #৪৭৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করল ভারত। জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ৪৭৫ রান। বাকি রয়েছে, প্রায় দেড় দিনের খেলা। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২১৬ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত।দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেন পূজারা। তিনি ১০১ রানে অপরাজিত থাকেন। বিরাট কোহলি ১৭ রান করে আউট হন। ২৩ রানে অপরাজিত আজিঙ্কা রাহানে।
চোট পেয়ে গতকাল আহত ও অবসৃত হয়েছিলেন। কিন্তু এরপরও চমকপ্রদ প্রত্যাবর্তন গৌতম গম্ভীরের। দুই বছর পর জাতীয় দলে ফিরে অসাধারণ ইনিংস গম্ভীরের।অর্ধশতরান করেছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে লাঞ্চ পর্যন্ত ভারতের সংগ্রহ ২ উইকেটে ১২৭ রান।
গতকালের বিনা উইকেটে ২৮ রান হাতে খেলা শুরু করে ভারত।কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিরে যান মুরলী বিজয়। দলের রান তখন ৩৪। বিজয়ের সংগ্রহ ১৯। এরপর ব্যাট করতে নামেন গম্ভীর। ৫৬ বলে ৫০ রান করেন তিনি। মেরেছেন ছয়টি বাউন্ডারি। জিতেন পটেলের বলে আউট হন তিনি। পূজারা ৫০ রানে অপরাজিত রয়েছেন।
সবমিলিয়ে ভারতের লিড বেড়ে হয়েছে ৩৮৫ রান।
সেঞ্চুরি পূজারার, নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য ৪৭৫ রানের লক্ষ্য রাখল ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Oct 2016 11:40 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -