লখনউ: টি-টোয়েন্টিতে তিনি এখন বিশ্বের সেরা ব্যাটার। আইসিসি (ICC) ব়্যাঙ্কিংয়ের শীর্ষে। লখনউয়ে লো স্কোরিং ম্যাচেও তিনি ভারতকে জিতিয়েছেন। ম্যাচের সেরাও হয়েছেন।


কার পরামর্শ নিয়ে ব্য়াটিংয়ে এই উন্নতি, জানালেন সূর্যকুমার যাদব। আর স্কাইয়ের ব্যাটিং গুরুর নাম শুনে হতবাক সকলে। কেন?


কারণ, সূর্য নিজের ব্যাটিং গুরু হিসাবে জানিয়েছেন যুজবেন্দ্র চাহালের নাম!


নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটের জন্য় সতীর্থ চাহাল ও কুলদীপ যাদবের সঙ্গে খোশমেজাজে আড্ডা দিতে দেখা যায় সূর্যকুমারকে। সেখানে মজা করে সূর্য বলেন, 'ধন্যবাদ, আমি তোমার দেওয়া ব্যাটিং টিপস কাজে লাগাচ্ছি। তুমিই আমার ব্যাটিং কোচ। এ আমাকে সব কিছু শেখায়।'


সাবধানী ইনিংস


তিনি ক্রিজে নামা মানেই চার-ছক্কার বন্যা। উইকেটের চারধারে এতরকম শট খেলতে পারেন যে, তাঁর নামকরণই হয়ে গিয়েছে নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। এ বি ডিভিলিয়ার্সের পর। যদিও লখনউয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সম্পূর্ণ অন্য মেজাজে দেখা গেল সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। লো স্কোরিং ম্যাচে ধৈর্যশীল, সাবধানী ইনিংস খেললেন 'স্কাই'। মাত্র ১ বল বাকি থাকতে বাউন্ডারি মেরে জেতালেন ভারতীয় দলকে (Ind vs NZ)।


 






ম্যাচে ভারতের সামনে লক্ষ্য ছিল মাত্র ১০০ রানের। সেই রান তাড়া করতে গিয়ে ১০.৪ ওভারে ৫০/৩ হয়ে গিয়েছিল ভারত। সেখান থেকে সতর্ক জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন সূর্যকুমার যাদব ও ওয়াশিংটন সুন্দর। তখনই ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান ওয়াশিংটন। বলা ভাল, সূর্যকুমারের উইকেট বাঁচাতে নিজের উইকেট বিসর্জন দেন তামিলনাড়ুর ক্রিকেটার।


৩১ বলে অপরাজিত ২৬ রান করে ম্যাচের সেরা হয়েছেন সূর্যকুমার। যদিও ওয়াশিংটনের রান আউট নিয়ে নিজেকে দোষারোপ করেছেন স্কাই। ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে বলেছেন, 'ওয়াশি (দলে ওয়াশিংটন সুন্দরের ডাকনাম) আউট হওয়ার পরে আমি নিশ্চিত করতে চেয়েছিলাম যাতে শেষ পর্যন্ত ক্রিজে থেকে ম্যাচ জিতিয়ে আসতে পারি। ভুলটা আমার ছিল। আমি দেখিনি বলটা কোথায় গিয়েছে। রান নিতে দৌড়েছিলাম।'


কঠিন পরিস্থিতিতে তাঁকে যে অন্যরকমভাবে ব্যাট করতে হয়েছিল, জানিয়েছেন স্কাই। বলেছেন, 'এই ম্যাচে স্কাইয়ের নতুন এক সংস্করণ দেখা গেল। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটা জরুরি ছিল। উইকেট কঠিন ছিল ঠিকই। তবে মানিয়ে তো নিতেই হবে। শেষে একটা বড় শট দরকার ছিল আর আমাদের শান্ত থাকাটা জরুরি ছিল। আমি জয়ের রানটা তোলার আগে হার্দিক বলেছিল, এই বলে জয়ের জন্য শট খেলো। ওই কথাটা খুব আত্মবিশ্বাস জুগিয়েছিল।'