টেস্টে ২৪ তম শতরান, সচিন-সহবাগ-স্টিভ স্মিথকে পিছনে ফেললেন কোহলি
ভারতীয় অধিনায়ক হিসেবে এটি তাঁর ৩০ তম আন্তর্জাতিক সেঞ্চুরি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় হিসেবে সবচেয়ে বেশি শতরানের তালিকায় সচিন (৫১), দ্রাবিড় (৪৬) এবং গাওস্কর (৩৪)-এর পরেই রয়েছেন কোহলি।
ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি শতরান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকায় বীরেন্দ্র সহবাগকে পিছনে ফেললেন কোহলি।
এক্ষেত্রে সচিন ১২৫ তম ইনিংসে তাঁর কেরিয়ারের ২৪ তম শতরান করেছিলেন।
অস্ট্রেলিয়ার ব্যাটিং কিংবদন্তী স্যর ডন ব্র্যাডম্যানের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে দ্রুক ২৪ সেঞ্চুরি করলেন তিনি। কোহলি ১২৩ ইনিংসে ২৪ তম সেঞ্চুরি করেছেন। ব্র্যাডম্যান মাত্র ৬৬ ইনিংস খেলে সমসংখ্যক সেঞ্চুরি করেন।
ভারতের মাটিতে দ্রুততম ৩০০০ রান সংগ্রহের ক্ষেত্রে চেতেশ্বর পূজারার রেকর্ড স্পর্শ করলেন তিনি।
৭২ তম ম্যাচে ৭ বাউন্ডারির সাহায্যে ২৪ তম সেঞ্চুরি এল কোহলির ব্যাট থেকে।
টেস্টে সেঞ্চুরি সংখ্যায় টপকে গেলেন অস্ট্রেলিয়ার নির্বাসিত ব্যাটসম্যান স্টিভ স্মিথকে। স্মিথের সেঞ্চুরি ২৩ টি, কোহলির ২৪ টি।
এই শতরানের সঙ্গে কোহলি ভিভিয়ান রিচার্ডস, মহম্মদ ইউসুফ, গ্রেগ চ্যাপেলের সঙ্গে টেস্ট সেঞ্চুরির সংখ্যার নিরিখে একাসনে উঠে এলেন।
টেস্ট ক্রিকেটে তাঁর ব্যাটিং দক্ষতা ফের একবার দেখালেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন আরও একটা সেঞ্চুরি করলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -