IND vs AFG, T20 WC LIVE: টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে সেমির সম্ভাবনা জিইয়ে রাখল ভারত

T20 WC 2021, Match 33, IND vs AFG: এই পরিস্থিতিতে আজ আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামছেন তাঁরা। এই ম্যাচ জিতলেও ভারতীয় দলের সেমি-ফাইনালে যাওয়ার আশা খুব একটা উজ্জ্বল নয়।

abp ananda Last Updated: 03 Nov 2021 11:16 PM
IND vs AFG, T20 LIVE: ৬৬ রানে আফগানিস্তানের বিরুদ্ধে জয় ভারতের

আফগানিস্তানের বিরুদ্ধে ৬৬ রানে জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের খাতা খুলল ভারত। 

IND vs AFG, T20 WC LIVE: শূন্য রানে ফিরলেন রশিদ

আফগানিস্তানের সপ্তম উইকেটের পতন। শূন্য রানে ফিরলেন রশিদ।

IND vs AFG, T20 LIVE: আফগানিস্তানের ষষ্ঠ উইকেটের পতন

আউট মহম্মদ নবি। আফগানিস্তানের ষষ্ঠ উইকেটের পতন। 

IND vs AFG, T20 WC LIVE: ঝুলিতে দ্বিতীয় উইকেট অশ্বিনের

পঞ্চম উইকেটের পতন আফগানিস্তানের। ঝুলিতে দ্বিতীয় উইকেট অশ্বিনের।

IND vs AFG, T20 LIVE: উইকেটের খাতা খুললেন অশ্বিন

গুলবদিন নইবকে লেগবিফোর করলেন রবিচন্দ্রন অশ্বিন। 

IND vs AFG, T20 WC LIVE: উইকেট পেলেন জাদেজা

আফগানিস্তানের তৃতীয় উইকেটের পতন। উইকেট পেলেন জাদেজা। 

IND vs AFG, T20 LIVE: পাওয়ার প্লে শেষে আফগানিস্তান ৪৭/০

পাওয়ার প্লে শেষে আফগানিস্তানের স্কোর ২ উইকেট হারিয়ে ৪৭। 

IND vs AFG, T20 WC LIVE: আফগানিস্তানের দ্বিতীয় উইকেটের পতন

দ্বিতীয় উইকেটের পতন। বুমরার বলে আউট হাজরতউল্লাহ জাজাই। 

IND vs AFG, T20 LIVE: শামির শিকার শেহজাদ

আফগানিস্তানের প্রথম উইকেটের পতন। মহম্মদ শামির বলে আউট মহম্মদ শেহজাদ। 

IND vs AFG, T20 WC LIVE: প্রথম ওভারে বিনা উইকেটে ৫ রান আফগানিস্তানের

ব্যাট করতে নেমে প্রথম ওভার শেষে আফগানিস্তানের স্কোর বিনা উইকেটে ৫।

IND vs AFG, T20 LIVE: ২০ ওভারে ভারতের স্কোর ২১০/২

রানের পাহাড়ে ভারত। ২০ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেট হারিয়ে ২১০। 

IND vs AFG, T20 WC LIVE: দুশোর গণ্ডি পার ভারতের

ঝোড়ো ব্যাটিং হার্দিক-পন্থের। বোর্ডে দুশোর গণ্ডি পার ভারতের।

IND vs AFG, T20 LIVE: ৬৯ রানে আউট রাহুল

দ্বিতীয় উইকেটের পতন ভারতের। ৬৯ রান করে ফিরলেন কে এল রাহুল।

IND vs AFG, T20 WC LIVE: ৭৪ রানে আউট রোহিত

ভারতের প্রথম উইকেটের পতন। ৭৪ রানে আউট হলেন রোহিত শর্মা। 

IND vs AFG, T20 LIVE: অর্ধশতরান রাহুলের

৩৫ বলে অর্ধশতরান করলেন কে এল রাহুল। 

IND vs AFG, T20 WC LIVE: ১১.৪ ওভারে বোর্ডে ১০০ ভারতের

১১.৪ ওভারে বোর্ডে ১০০ রান তুলে নিল ভারত। ক্রিজে রোহিত-রাহুল। 

IND vs AFG, T20 LIVE: অর্ধশতরান রোহিতের

অর্ধশতরান রোহিতের। ৩৭ বলে অর্ধশতরান পূরণ হিটম্যানের। 

IND vs AFG, T20 WC LIVE: ১০ ওভারে ভারত ৮৫/০

১০ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৮৫। 

IND vs AFG, T20 LIVE: পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর ৫৩/০

পাওয়ার প্লে-তে দুরন্ত ছন্দে ভারত। বিনা উইকেট বোর্ডে ৫৩ রান যোগ রোহিত-রাহুলের।

IND vs AFG, T20 WC LIVE: ৩ ওভারে ভারতের স্কোর ৩০/০

ফর্মে ফিরছে রোহিত-রাহুল জুটির ফর্ম। ৩ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৩০। 

IND vs AFG, T20 LIVE: ১ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৭

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৭। 

IND vs AFG, T20 WC LIVE: কাফ মাসলে চোটে একাদশের বাইরে বরুণ

কাফ মাসলে চোট বরুণ চক্রবর্তীর। তাঁর বদলি একাদশে রবিচন্দ্রন অশ্বিন।

IND vs AFG, T20 LIVE: আফগানিস্তান একাদশে নেই মুজিব

স্পিনার মুজিব উর রহমানকে ছাড়াই মাঠে নামছে আফগানিস্তান।

IND vs AFG, T20 WC LIVE: ভারতীয় একাদশে সূর্যকুমার, অশ্বিন

ভারতীয় একাদশে দুটো পরিবর্তন। ঈশান কিষাণের পরিবর্তে সূর্যকুমার যাদব। বরুণ চক্রবর্তীর পরিবর্তে রবিচন্দ্রন অশ্বিন। 

IND vs AFG, T20 LIVE: টসে হেরে ব্যাটিং ভারতের

টসে হার বিরাটের। জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তান অধিনায়ক মহম্মদ নবির। 

IND vs AFG, T20 WC LIVE: আজ ভারতের সামনে আফগানিস্তান

আফগানিস্তানের বিরুদ্ধে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে নামছে ভারত। 

প্রেক্ষাপট

আবু ধাবি: আজ টি-২০ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে ভারতীয় (india) দল। পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে কোণঠাসা বিরাট কোহলিরা। এই পরিস্থিতিতে আজ আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামছেন তাঁরা। এই ম্যাচ জিতলেও ভারতীয় দলের সেমি-ফাইনালে যাওয়ার আশা খুব একটা উজ্জ্বল নয়। আজ জিততেই হবে ভারতকে। তারপরেও রান-রেট সহ নানা হিসেব থাকবে। আর আজ যদি ভারত হেরে যায়, তাহলে টি-২০ (T20 WC) বিশ্বকাপ থেকে ছিটকে যাবে।


টি-২০ বিশ্বকাপে গ্রুপ টু-তে এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে যায় ভারত। ২ ম্যাচে কোনও পয়েন্ট না পেয়ে এখন গ্রুপে ৫ নম্বরে ভারতীয় দল। রান রেট -১.৬০৯। এই গ্রুপে একমাত্র ভারত ও স্কটল্যান্ডই এখনও পর্যন্ত কোনও পয়েন্ট পায়নি। অন্যদিকে, ৩ ম্যাচ খেলে দু’টি জিতে এবং একটি হেরে দ্বিতীয় স্থানে আফগানিস্তান (afganistan)। ফলে টি-২০ বিশ্বকাপের শেষ চারে যাওয়ার ক্ষেত্রে ভারতের চেয়ে ভাল জায়গায় রশিদ খানরা। 



টি-২০ বিশ্বকাপে খারাপ পারফরম্য়ান্সের জন্য তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে ভারতীয় দলকে। বিশেষ করে অধিনায়ক বিরাট কোহলি (virat kohli) ভারতের সমর্থকদের তোপের মুখে। আজও যদি ভারতীয় দল ভাল পারফরম্যান্স দেখাতে না পারে, তাহলে সমালোচনার মাত্রা বাড়বে। বিরাট আগেই ঘোষণা করে দিয়েছেন, টি-২০ বিশ্বকাপের পরেই এই ফর্ম্যাটে তিনি জাতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দেবেন। তার আগে তিনি ভাল পারফরম্যান্স দেখাবেন এটাই কাম্য। কিন্তু সেটা এখনও পর্যন্ত করতে পারেননি ভারতের অধিনায়ক।


 



 

 


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.