বিশাখাপত্তনম: এখনও ক্ষত টাটকা। সবেমাত্র ৪ দিন কেটেছে। ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup 2023) ফাইনালে অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতীয় দলের (Indian Cricket Team)। এরইমধ্যে এবার টি-টোয়েন্টি (T20 Series) সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমে পড়েছে ভারত-অস্ট্রেলিয়া। এদিন প্রথম ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ২০৮ রান তুলে ফেলল অজিরা। নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকালেন জশ ইংলিশ। অর্ধশতরান হাঁকালেন স্টিভ স্মিথ। ভারতীয় বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন রবি বিষ্ণোই ও প্রসিদ্ধ কৃষ্ণ। 


এদিন প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার যাদব। রোহিত, হার্দিকের অনুপস্থিতিতে তাঁর কাঁধেই চলতি সিরিজের পাঁচ ম্যাচে নেতৃত্বের দায়ভার। এদিন অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন স্টিভ স্মিথ ও ম্য়াথু শর্ট। শুরু থেকেই মারমুখি মেজাজে ব্যাটিং করছিলেন ২ ব্যাটারই। বিশ্বকাপের স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন স্মিথ। তবে শর্ট ছিলেন সিরিজে নবাগত। তবে ১৩ রান করে রবি বিষ্ণোইয়ের বলে বোল্ড হয়ে ফিরে যান শর্ট। এরপর ইংলিশ এসে জুটি বাঁধেন স্মিথের সঙ্গে। বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও চার, পাঁচের ওপরে ব্যাট করার সুযোগ পাচ্ছিলেন না। এদিন তিন নম্বরে নেমে নিজের জাত চেনালেন। ক্রিকেটীয় শটই নয় শুধু, আনঅথ্রোডক্স কিছু শট হাঁকালেন, যা দেখে বাহবা দিলেন সূর্যকুমার যাদবও। শেষ পর্যন্ত ১১টি বাউন্ডারি ও ৮টি ছক্কা হাঁকিয়ে ৫০ বলে ১১০ রান করে আউট হন ইংলিশ। তবে তার আগে স্মিথ অর্ধশতরান হাঁকিয়ে ফেলে রান আউট হয়ে। তিনি ৫২ রানের ইনিংস খেলেন। স্মিথ ও ইংলিশের জুটি ১৩০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এই দুজন ফিরে যাওয়ার পর টিম ডেভিড ও মার্কাস স্টোইনিস মিলে দলের স্কোর দুশোর গণ্ডি পার করে দেন। ডেভিড ১৯ ও স্টোইনিস ৭ রান করে আউট হন।


বিশ্বকাপের ধাক্কা এখনও না কাটা ক্রিকেটপ্রেমীরা কতটা এই ম্যাচে আগ্রহ দেখান, সেদিকেও থাকবে নজর। ক্রিকেটভক্তদের অনেকেই অবশ্য বদলার মঞ্চে ভারতীয় দলের পারফরম্যান্স দেখার দিকে নজর রাখবেন। ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়কত্ব করছেন সূর্যকুমার যাদব। ভারতীয় দলে রয়েছেন রিঙ্কু সিংহ, রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার, ইশান কিষাণের মতো ক্রিকেটাররা। দলে থাকা বেশিরভাগ ক্রিকেটাররাই কিছুদিন আগে এশিয়ান গেমসের মঞ্চ থেকে দেশকে সোনা জিতিয়ে ফিরেছেন। সেই স্কোয়াডের মতোই এবারও দলের কোচিং দায়িত্ব সামলাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ।