নাগপুর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs Aus 3rd T20I) টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আট ওভারের ম্যাচে অস্ট্রেলিয়া পাঁচ উইকেটের বিনিময়ে ৯০ রান তুলল। অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch) এবং ম্যাথু ওয়েড (Matthew Wade) দুর্দান্ত ব্যাট করেন। ভারতের হয়ে সর্বাধিক দুই উইকেট নেন অক্ষর পটেল। এক উইকেট পান জসপ্রীত বুমরাও (Jasprit Bumrah)।
ভারতীয় দলে দুই বদল
ম্যাচের আগে বৃষ্টির কারণে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পরে শুরু হয়। স্বাভাবিকভাবেই ওভার সংখ্যা কমে যায়। ঠিক হয় আট ওভারের ম্যাচে দুই ওভারের পাওয়ার প্লে হবে এবং চারজন বোলার দুই ওভার করে বল করতে পারবেন। এদিন ভারতীয় একাদশে দুই বদল করে টিম ম্যানেজমেন্ট। উমেশ যাদবের বদলে একাদশে ফেরেন বুমরা এবং ঋষভ পন্থ সুযোগ পান ভুবনেশ্বর কুমারের বদলে। অল্প ওভারের ম্যাচে তাই অস্ট্রেলিয়া শুরু থেকেই দুই অজি ওপেনার অ্যারন ফিঞ্চ এবং ক্যামেরন গ্রিন আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট করা শুরু করেন। হার্দিক পাণ্ড্যর প্রথম ওভারে ১০ রান উঠে। তবে দ্বিতীয় ওভারে অক্ষর পটেল বল করতে এসেই ভারতকে সাফল্য এনে দেন।
বুমরার ইয়র্কার
প্রথমে পাঁচ রানে গ্রিনকে রান আউট করেন কোহলি। ম্যাক্সওয়েলকে শূন্য রানে বোল্ড করেন অক্ষর। নিজের পরের ওভারে দুই রানে টিম ডেভিডকেও ফেরান অক্ষরই। তবে গত ম্যাচে পাওয়া নিজের ফর্ম অব্যাহত রাখেন ম্যাথু ওয়েড। ফিঞ্চ ১৫ বলে ৩১ রান করে আউট হলেও, ২০ বলে বিধ্বংসী ৪৩ রানের ইনিংস খেলেন ওয়েড। মূলত ফিঞ্চ এবং ওয়েডের দৌলতেই পাঁচ উইকেটে ৯০ রান তোলে অস্ট্রেলিয়া। নিজের কামব্যাক ম্যাচে সেট ফিঞ্চকে নিখুঁত ইয়র্কারে বোল্ড করেন বুমরা। প্রতিপক্ষ অধিনায়কের উইকেটের পাশাপাশি তাঁর বাহবাও কুড়িয়ে নেন ভারতীয় তারকা বোলার।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরতে ভারতীয় দলকে ৮ ওভারে ৯১ রান তুলতে হবে। চ্যালেঞ্জটা কিন্তু একেবারেই সহজ নয়। ভারতের জয়ের অনেকটাই নির্ভর করবে দলের দুই তারকা ওপেনার রোহিত শর্মা এবং কেএল রাহুল টিম ইন্ডিয়ার হয়ে শুরুটা কেমন করেন, তার ওপর।