IND vs AUS 2nd T20 Live: অনবদ্য রোহিত, ছয় উইকেটে জিতল ভারত
IND vs AUS, 2nd T20, VCA Stadium: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে রয়েছেন অ্যারন ফিঞ্চরা। সিরিজে তাই সমতায় ফিরতে আজ মরিয়া হয়ে মাঠে নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।
ছয় উইকেটে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতায় ফেরল ভারতীয় দল। শেষ দুই বলে ছয় ও চার হাঁকিয়ে ভারতকে জেতালেন 'ফিনিশার' দীনেশ কার্তিক। রোহিত শর্মা ৪৬ রানে অপরাজিত থাকেন।
ছয় ওভারে ভারতের স্কোর ৬৯/৩। ম্যাচ জিততে দুই ওভারে ভারতকে আরও ২২ রান করতে হবে। ক্রিজে ৪১ রানে ব্যাট করছেন রোহিত শর্মা।
পরপর দুই বলে বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবকে ফেরালেন অ্যাডাম জাম্পা। কোহলি ১১ করলেও, সূর্যকুমার শূন্য রানেই আউট হন। ৫ ওভার শেষে ভারতের স্কোর ৫৮/৩।
৯১ রান তাড়া করতে নেমে দারুণ ছন্দে শুরুটা করেছেন ভারতীয় ওপেনাররা। দুই ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেট হারিয়ে ৩১ রান। ২৬ রানে ব্যাট করছেন রোহিত।
সিরিজে সমতায় ফিরতে হলে ৮ ওভারে ভারতীয় দলকে ৯১ রান তুলতে হবে। গত ম্যাচের পর আবারও ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করলেন ম্যাথু ওয়েড। ২০ বলে ৪৩ রান করেন ওয়েড।
এই টি-টোয়েন্টি ম্যাচেই বহুদিন পর ভারতীয় একাদশে ফিরেছেন জসপ্রীত বুমরা। আর ফিরেই নিজের প্রথম ওভারেই ফিঞ্চকে ৩১ রানে ফেরালেন বুমরা। ৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪৬/৪।
দ্বিতীয় ওভারে জোড়া উইকেট হারাল অস্ট্রেলিয়া। ৫ রানে রান আউট হন গ্রিন, শূন্য রানে গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরালেন অক্ষর পটেল। ২ ওভার শেষে স্কোর ১৯/২।
হার্দিক পাণ্ড্যর প্রথম ওভারে ১০ রান তুললেন অ্যারন ফিঞ্চ এবং ক্যামেরন গ্রিন।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। ভারতীয় দলে দুই বদল ঘটেছে। ঋষভ পন্থ এবং জসপ্রীত বুমরা দলে এলেন, বাদ পড়লেন উমেশ যাদব এবং ভুবনেশ্বর কুমার।
অবশেষে শুরু হতে চলেছে ম্যাচ। ৯.১৫ ম্যাচের টস হবে। খেলা শুরু হওয়ার কথা ৯.৩০টায়। ২০ ওভারের বদলে ৮ ওভার করে উভয় দল ব্যাট করবে।
মাঠ এখনও ভিজে থাকায় খেলা শুরু করা সম্ভব হয়নি। ৮টা ৪৫ মিনিটে আম্পায়াররা আবার মাঠ পর্যবেক্ষণ করবেন।
নাগপুরে এখনও পর্যন্ত ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারতীয় দল। এর মধ্যে চারটি ম্যাচে জয় পেলেও, দুইটি ম্যাচ হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে।
ভিজে মাঠের জন্য নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হচ্ছে না। পিছিয়ে গিয়েছে টসও। রাত আটটায় মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা।
প্রেক্ষাপট
নাগপুর: প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে ২০৮ রান করেও জিততে পারেনি ভারতীয় দল। ম্যাথু ওয়েড এবং ক্যামেরন গ্রিনের সুবাদেই অস্ট্রেলিয়া চার বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতে নেয়। এই জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে রয়েছেন অ্যারন ফিঞ্চরা (Aaron Finch)। সিরিজে তাই সমতায় ফিরতে আজ মরিয়া হয়ে মাঠে নামবে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল। নাগপুরেই অনুষ্ঠিত হতে চলেছে এই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।
নাগপুরে কিন্তু ভারতীয় দলের রেকর্ড বেশ ভাল। টিম ইন্ডিয়া এই মাঠে সব ফর্ম্যাট মিলিয়ে পাঁচটি ম্যাচ জিতেছে। অস্ট্রেলিয়া এখনও নাগপুরে একটিও ম্যাচ জেতেনি। তবে ভারতের মাটিতে টি-টোয়েন্টি ফর্ম্যাটে অস্ট্রেলিয়া কিন্তু টিম ইন্ডিয়ার সমসংখ্যক চারটি ম্যাচ জিতেছে। কিন্তু সর্বকালীন পরিসংখ্যানে ভারতই এগিয়ে। দুই হেভিওয়েট দলের টি-টোয়েন্টি লড়াইয়ে ভারত অস্ট্রেলিয়ার থেকে তিন বেশি, মোট ১৩টি ম্যাচ জিতেছে। পরিসংখ্যান বা সাম্প্রতিক ফর্ম বা দলের শক্তি-দুর্বলতা, কোনও দিক থেকেই ভারত-অস্ট্রেলিয়াকে পৃথক করা খুব একটা সহজ নয়।
এই ম্যাচে তাই ফের একবার দর্শকরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতেই পারেন। চোট সারিয়ে জাতীয় দলে ফিরলেও জসপ্রীত বুমরা প্রথম ম্যাচে খেললেননি। 'ডেথ ওভারে' ভারতীয় দলের বোলিং পারফরম্যান্সও বেশ সমালোচনার মুখে পড়েছে। তাই বুমরা এই ম্যাচে ভারতীয় একাদশে প্রত্যাবর্তন করেন কি না, সেইদিকে সকলের নজর থাকবেই। ম্যাচের আগে বুমরার ফিটনেসের বিষয়ে প্রশ্ন করা হলে সূর্যকুমার যাদব প্রথমে সাফ সাফ কিছু বলতে না চাইলেও, তিনি জানিয়ে দেন বুমরা কিন্তু ম্যাচে নামার জন্য সম্পূর্ণ ফিট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -