IND vs AUS 2nd T20 Live: অনবদ্য রোহিত, ছয় উইকেটে জিতল ভারত

IND vs AUS, 2nd T20, VCA Stadium: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে রয়েছেন অ্যারন ফিঞ্চরা। সিরিজে তাই সমতায় ফিরতে আজ মরিয়া হয়ে মাঠে নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।

abp ananda Last Updated: 23 Sep 2022 11:04 PM

প্রেক্ষাপট

নাগপুর: প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে ২০৮ রান করেও জিততে পারেনি ভারতীয় দল। ম্যাথু ওয়েড এবং ক্যামেরন গ্রিনের সুবাদেই অস্ট্রেলিয়া চার বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতে...More

IND vs AUS, T20 Live: ছয় উইকেটে জিতল ভারত

ছয় উইকেটে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতায় ফেরল ভারতীয় দল। শেষ দুই বলে ছয় ও চার হাঁকিয়ে ভারতকে জেতালেন 'ফিনিশার' দীনেশ কার্তিক। রোহিত শর্মা ৪৬ রানে অপরাজিত থাকেন।