IND Vs AUS Live: ৪৪ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত
India Vs Australia 2nd T20 Live Updates: তবে বিশ্বকাপের ঠিক পরেই টি২০ সিরিজ যেন ভারতীয় ক্রিকেট দল ও ক্রিকেটপ্রেমীদের কাছে দুধের স্বাদ ঘোলে মেটানোর সুযোগ।
৪৪ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ২০ ওভারে ১৯১/৯ রানে আটকে গেল অস্ট্রেলিয়া।
স্টোইনিসকে ফেরালেন মুকেশ কুমার। অক্ষর পটেলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন অজি অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটের পতন। ফের আঘাত হানলেন রবি বিষ্ণোই। তিনি তুলে নিলেন এবার বিপজ্জ্বনক হয়ে ওওঠা টিম ডেভিডকে।
ম্যাক্সওয়েলকে আউট করলেন অক্ষর পটেল। ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ৫৩ রান তুলে নিল অজিরা।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটের পতন। ফের আঘাত হানলেন বিষ্ণোই। এবার ফিরলেন গত ম্যাচের শতরানকারী ইংলিশ।
অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন। রবি বিষ্ণোইয়ের বলে বোল্ড হয়ে ফিরলেন ম্য়াথু শর্ট।
রান তাড়া করতে নেমে কোনও উইকেট না হারিয়ে ২ ওভারে ৩১ রান বোর্ডে তুলে ফেলল অস্ট্রেলিয়া।
২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ২৩৫ রান তুলে নিল ভারত। ৯ বলে ৩১ রানের ইনিংস খেললেন সূর্যকুমার। ৪টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি।
৫২ রানের ইনিংস খেলে ক্যাচ আউট হলেন ঈশান কিষাণ।
২৯ বলে অর্ধশতরান হাঁকালেন ঈশান কিষাণ। ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬৪ রান বোর্ডে তুলে নিল ভারত।
১১ ওভারে ১ উইকেট হারিয়ে বোর্ডে ১০৬ রান তুলে নিল ভারত। ক্রিজে আছেন ঈশান কিষাণ ও রুতুরাজ গায়কোয়াড।
অর্ধশতরান হাঁকিয়ে প্যাভিলিয়নে ফিরলেন যশস্বী জয়সওয়াল। ২৫ বলে ৫৩ রান করে ফিরলেন তিনি।
৪ ওভারে ৫২ রান বোর্ডে তুলে নিল ভারত। ১ ওভারে ২৪ রান খরচ করলেন সিন অ্যাবট। অ্যাবটের ওভারে ৩টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকালেন যশস্বী।
৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ২৮ রান তুলে নিল ভারতীয় দল।
প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ১০ রান বোর্ডে তুলে নিল ভারতীয় দল। ওপেনিংয়ে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড ও যশস্বী জয়সওয়াল।
টস জিতলেন ম্যাথু ওয়েড। প্রথমে ফিল্ডিং অস্ট্রেলিয়ার। ব্যাটিংয়ের আমন্ত্রণ ভারতকে
প্রেক্ষাপট
পঞ্চাশের বিশ্বযুদ্ধের বদলা বিশের মেগামঞ্চে ? ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আপাতত খুঁজছেন যে প্রশ্নের উত্তর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় খেলা ভারতের (India vs Australia T20 Series)। কেরলের তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে। ভাইজ্যাগে আয়োজিত প্রথম টি ২০ ম্যাচে প্রথমবার দেশের অধিনায়ক হিসেবে দায়িত্ব দুরন্ত ইনিংসে জয় নিশ্চিত করেছিলেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। ছন্দে দেখা গিয়েছিল ঈশান কিষাণ, রিঙ্কু সিংহদেরও।
সিরিজে এগিয়ে যাওয়ার লড়াইয়েও কি দুরন্ত মেজাজ ধরে রাখতে পারবেন ভারতীয় ক্রিকেটার, সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এমনিতেই এখনও বিশ্বকাপ ফাইনালের ক্ষত দগদগে। গোটা ক্রিকেট বিশ্বযুদ্ধে দুরন্ত খেললেও ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ভারতকে। ষষ্ঠবার বিশ্বকাপ জেতা অজি দলের অধিকাংশ তারকা ক্রিকেটারই চলে গিয়েছেন দেশে। তবে বিশ্বকাপের ঠিক পরেই টি২০ সিরিজ যেন ভারতীয় ক্রিকেট দল ও ক্রিকেটপ্রেমীদের কাছে দুধের স্বাদ ঘোলে মেটানোর সুযোগ। যে কাজ সম্পূর্ণ হবে টি ২০ সিরিজ জিতলেই। যে পথে এগিয়ে যাওয়ার কাজটা করতেই মাঠে নামছে ভারতীয় দল।
কোথায়-কখন ম্যাচ ?
তিরুঅনন্তপুরমে পুরো ম্যাচ হবে কি না, তা নিয়ে অবশ্য রয়েছে শঙ্কা। কারণ হতে পারে বৃষ্টি ব্যাঘাত। তবে ক্রিকেটভক্তরা চাইবেন যাতে ৪০ ওভারের পুরো খেলাই হয়। বদলার যুদ্ধে ভারতের যে গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু হবে সন্ধে ৭ টায়। যার জন্য টস হবে আধ ঘণ্টা আগে। ভারত-অস্ট্রেলিয়া টি২০ সিরিজের ম্যাচটি কোথায়, কীভাবে দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীারা ?
ভারত-অস্ট্রেলিয়া টি ২০ সিরিজ অনলাইনে দেখা যাবে জিও সিনেমা অ্যাপে (Jio Cinema App)। টসের সময় থেকেই দেখানে হবে সরাসরি সম্প্রচার। আর টিভিতে অফলাইনে খেলা দেখতে চাইলে নজর রাখতে হবে স্পোর্টস ১৮ চ্যানেলে। খেলার সরাসরি সম্প্রচার হবে কালার্স সিনেপ্লেক্স চ্যানেলেও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -