এই দুজনের অনুপস্থিতিতে হনুমা বিহারী, রবীন্দ্র জাডেজা, উমেশ যাদব ও ভূবনেশ্বর কুমারকে ১৩ জনের স্কোয়াডে রাখা হয়েছে।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, পৃথ্বী শ তাঁর বাঁ পায়ের চোট সারিয়ে উঠছেন। তবে এখনও তাঁর চিকিত্সা চলছে। অশ্বিনের পেটের বাঁদিকে টান রয়েছে। অ্যাডিলেড টেস্টে ফিল্ডিংয়ের সময় পিঠের নিচের অংশে আঘাত পেয়েছিলেন রোহিত। তাঁদের শুশ্রুষা চলছে। তাঁরা দুজনেই দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না।
বিসিসিআই আরও জানিয়েছে, টিম ম্যানেজমেন্ট এই খেলোয়াড়দের চোটের দিকে নজর রাখছে। তৃতীয় টেস্টে তাঁদের খেলানো যাবে কিনা, সে বিষয়ে উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অশ্বিনকে না পাওয়াটা দলের পক্ষে একটা বড় ধাক্কা। অ্যাডিলেড টেস্টে দুই ইনিংসে ছয় উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। অ্যাডিলেডেই প্রায় এক বছর বাদে টেস্ট ক্রিকেটের দলে কামব্যাক হয়েছিল তাঁর। প্রথম ইনিংসে ৩৭ ও দ্বিতীয় ইনিংসে ১ রান করেছিলেন তিনি।
ভারতের ১৩ জনের স্কোয়াড:
বিরাট কোহলি (অধিনায়ক), মুরলী বিজয়, কে এল রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋষভ পন্ত, রবীন্দ্র জাডেজা, ইশান্ত শর্মা,মহম্মদ সামি, জসপ্রিত বুমরাহ, ভূবনেশ্বর কুমার উমেশ যাদব।