গোয়ায় অভিনেত্রী জারিন খানের গাড়িতে ধাক্কা, মৃত এক স্কুটার আরোহী
ABP Ananda, Web Desk | 13 Dec 2018 10:11 AM (IST)
গোয়া: অভিনেত্রী জারিন খানের গাড়িতে ধাক্কা লেগে গোয়ায় প্রাণ হারালেন জনৈক স্কুটার আরোহী। দুর্ঘটনার সময় জারিন ছিলেন গাড়িতে। তবে স্টিয়ারিং ছিল তাঁর গাড়ির চালকের হাতে। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল রাতে, উত্তর গোয়ার সমুদ্রের ধারের গ্রাম আঞ্জুনায়। মৃতের নাম নীতেশ গরাল, বয়স ৩১। তিনি স্থানীয় শহর মাপুসার বাসিন্দা। জারিনের গাড়িতে তাঁর স্কুটারের সজোরে ধাক্কা লাগে, মাথায় গুরুতর চোট থাকা অবস্থায় নীতেশকে ভর্তি করা হয় মাপুসার আসিলো হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনার সময় জারিন গাড়িতে ছিলেন, ছিলেন তাঁর চালক আলি আব্বাসও। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করছে তারা। জারিন হেট স্টোরি ৩, হাউসফুল ২, বীর-এর মত ছবি করেছেন।