Ind vs Aus 2nd Test Live: প্রথম দিনে তারকা বোলার ত্রয়ীর দাপটে সুবিধাজনক স্থানে ভারত
Team India: চেতেশ্বর পূজারা তাঁর একশোতম টেস্ট ম্যাচ খেলছেন। ভারতীয় দলে একটিই পরিবর্তন হয়েছে। সূর্যকুমার যাদবের পরিবর্তে খেলছেন শ্রেয়স আইয়ার।
জীবনদান পেলেন রোহিত শর্মা। লায়নের বিরুদ্ধে ব্যাট প্যাড বল ধরলে আম্পায়ার তাঁকে আউট দিলেও, রিভিউয়ে দেখা যায় রোহিতের ব্যাটে লাগেইনি বল। জীবনদান পান রোহিত। শেষমেশ কোনও উইকেট না হারিয়েই ২১ রানে দিনের খেলা শেষ করে ভারতীয় দল। ২৪২ রানে পিছিয়ে ভারতীয় দল। রোহিত ১৩ ও রাহুল ৪ রানে অপরাজিত রয়েছেন।
ভারতীয় ওপেনাররা ইনিংসের শুরুটা বেশ দেখেশুনেই করেছেন। ছয় ওভার শেষে ভারতের স্কোর ১৩/০। কেএল রাহুল ২ ও রোহিত শর্মা ৭ রানে ব্যাট করছেন।
কুনহেমান স্টাম্প ছিটকে দিয়ে অস্ট্রেলিয়ান ইনিংসের অবসান ঘটালেন মহম্মদ শামি। ২৬৩ রানেই অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া। এর আগে জাডেজার বলে হ্যান্ডস্কম্ব ক্যাচ আউট হলেও, সেটি নো বল হয়। এরপর আরও সাত রান যোগ করে অস্ট্রেলিয়া। হ্যান্ডস্কম্ব ৭২ রানে অপরাজিত থাকলেন হ্যান্ডস্কম্ব।
ইনিংসের তৃতীয় সাফল্য পেলেন মহম্মদ শামি। দুরন্ত ইনসুইংয়ে ছিটকে দিলেন ন্যাথন লায়নের অফস্টাম্প। ১০ রানে ফিরলেন লায়ন। ২৪৬ রানে নবম উইকেট হারাল অজি দল।
কামিন্স ও হ্যান্ডস্কম্বের ৫৯ রানের লড়াকু পার্টনারশিপ ভাঙলেন রবীন্দ্র জাডেজা। ৩৩ রানে কামিন্সকে ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফেরান জাডেজা। ওই ওভারেরই দ্বিতীয় বলে টড মার্ফিকেও শূন্য় রানে বোল্ড করেন তারকা ভারতীয় অলরাউন্ডার। ২২৭ রানে আট উইকেট হারিয়ে ফেলল অস্ট্রেলিয়া।
প্রথম দিনের চা বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ১৯৯/৬। পরপর দুই উইকেট হারানোর পর হ্যান্ডস্কম্ব ও কামিন্স লড়াই করছেন। হ্যান্ডসকম্ব ৩৬ ও কামিন্স ২৩ রানে ব্যাট করছেন। এই সেশনে অজিরা ৩১ ওভারে তিন উইকেটের বিনিময়ে মোট ১০৫ রান তুলল।
পরপর দুই ওভারেই দুই সাফল্য পেল ভারতীয় দল। প্রথমে সেট খাওয়াজাকে ৮১ রানে সাজঘরে ফেরান রবীন্দ্র জাডেজা। টেস্ট ক্রিকেটে ২৫০টি উইকেট নিয়ে ফেললেন জাডেজা। এক হাতে দুরন্ত ক্যাচ ধরেন রাহুল। পরের ওভারেই শূন্য রানে অ্যালেক্স ক্যারিকে সাজঘরে ফেরালেন অশ্বিন। ১৬৮ রানে ষষ্ঠ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
ইনিংসে নিজের দ্বিতীয় সাফল্য পেলেন মহম্মদ শামি। মাত্র ১২ রানে হেডকে সাজঘরে ফেরালেন ভারতের তারকা বোলার। বেশ ভাল একটি ক্যাচ ধরেন কেএল রাহুল।
তিন উইকেট হারিয়ে শতরানের গণ্ডি পার করল অস্ট্রেলিয়া দল। অর্ধশতরান পূরণ করে ফেলেছেন খাওয়াজা। তিনি ৫২ ও হেড ৬ রানে ব্যাট করছেন। ২৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১০১/৩।
অস্ট্রেলিয়ার ব্যাটিংকে একমাত্র ভরসা দিচ্ছেন উসমান খাওয়াজা। ৭৪ বলে ৫০ রান করে ক্রিজে রয়েছেন তিনি। সঙ্গে ১ রান করে রয়েছেন ট্রাভিস হেড।
মধ্যাহ্নভোজের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ২৫ ওভারে ৯৪/৩।
২ বলের ব্যবধানে মার্নাস লাবুশান (১৮) ও স্টিভ স্মিথকে (০) ফেরালেন আর অশ্বিন। ২৩ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৯১/৩।
মহম্মদ শামির বলে কট বিহাইন্ড হয়ে গেলেন ডেভিড ওয়ার্নার। ৪৪ বলে ১৫ রান করে ফিরলেন। ২২ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৮৮/১।
১৪ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৫০ রান।
টস জিতে প্রথম ব্য়াটিং করছে অস্ট্রেলিয়া। মহম্মদ শামির বলে এলবিডব্লিউ হয়ে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তবে ডিআরএস নিয়ে প্রাণরক্ষা হল তাঁর। ৯ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২২/০।
প্রেক্ষাপট
নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে নাগপুরে প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানে পর্যুদস্ত হতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্ট (IND vs AUS 2nd Test) জিতে তাই সিরিজে ফিরতে মরিয়া অজিরা। এই ম্যাচের আগে অস্ট্রেলিয়া দলে বদলের ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। সেই মতো দলে পরিবর্তন করেই নয়াদিল্লিতে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামল অস্ট্রেলিয়া।
প্রথম টেস্টে সকলকে বেশ খানিকটা চমকে দিয়েই ট্রাভিস হেডকে একাদশ থেকে বাদ দিয়েছিল অস্ট্রেলিয়া দল। দলের টপ অর্ডারে একগুচ্ছ বাঁ-হাতি ব্যাটার থাকায় হেডের বদলে পিটার হ্যান্ডসকম্বকে একাদশে সুযোগ দেওয়া হয়। প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ ওয় এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। দ্বিতীয় টেস্টে কিন্তু হেডকে আবার একাদশে ফেরানোরই ইঙ্গিত দিয়েছিলেন কামিন্স। অজি অধিনায়ক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, 'ট্রাভিস সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করেছে এবং নিজের খেলার নিয়ে বেশ খাটছেও। হেড দলের সকলকে সব পরিস্থিতিতেই মাতিয়ে রাখে। প্রথম টেস্ট ম্যাচেও ওকে নিয়ে আলোচনা হয়েছিল এবং এই টেস্টের আগেও ওকে একাদশে সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।'
সেই মতো হেডকে ফেরানো হল। ম্যাট রেনশ-র পরিবর্তে প্রথম একাদশে জায়গা করে নিলেন তিনি। তবে মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিন খেলছেন না। চোটের জন্য মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিনকে নাগপুরে পাইনি অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টেও দলে ফিতে পারলেন না তাঁরা। স্কট বোল্যান্ডের পরিবর্তে ম্যাথিউ কানেমনকে খেলাচ্ছে অস্ট্রেলিয়া।
অন্যদিকে, চেতেশ্বর পূজারা তাঁর একশোতম টেস্ট ম্যাচ খেলছেন। ভারতীয় দলে একটিই পরিবর্তন হয়েছে। সূর্যকুমার যাদবের পরিবর্তে খেলছেন শ্রেয়স আইয়ার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -