Ind vs Aus 2nd Test Live: প্রথম দিনে তারকা বোলার ত্রয়ীর দাপটে সুবিধাজনক স্থানে ভারত

Team India: চেতেশ্বর পূজারা তাঁর একশোতম টেস্ট ম্যাচ খেলছেন। ভারতীয় দলে একটিই পরিবর্তন হয়েছে। সূর্যকুমার যাদবের পরিবর্তে খেলছেন শ্রেয়স আইয়ার।

ABP Ananda Last Updated: 17 Feb 2023 05:08 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে নাগপুরে প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানে পর্যুদস্ত হতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্ট (IND vs AUS 2nd Test) জিতে তাই সিরিজে ফিরতে মরিয়া অজিরা। এই ম্যাচের আগে...More

Ind vs Aus Live: প্রথম দিনের খেলা শেষ

জীবনদান পেলেন রোহিত শর্মা। লায়নের বিরুদ্ধে ব্যাট প্যাড বল ধরলে আম্পায়ার তাঁকে আউট দিলেও, রিভিউয়ে দেখা যায় রোহিতের ব্যাটে লাগেইনি বল। জীবনদান পান রোহিত। শেষমেশ কোনও উইকেট না হারিয়েই ২১ রানে দিনের খেলা শেষ করে ভারতীয় দল। ২৪২ রানে পিছিয়ে ভারতীয় দল। রোহিত ১৩ ও রাহুল ৪ রানে অপরাজিত রয়েছেন।