ট্রেন্ডিং

ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা, গল্প এখনও অনেক বাকি, টেস্ট দলে সুযোগ পেয়ে বলছেন সুদর্শন

রবিবারই কি আইপিএলে শেষবারের মতো দেখা যাবে ধোনিকে? ক্যাপ্টেন কুলেরও হয়তো শেষ ম্যাচ

শ্রেয়স-স্টোইনিসের ইনিংস ম্লান রিজভির ব্যাটের তাণ্ডবে, পঞ্জাবকে ৬ উইকেটে হারাল দিল্লি, আপডেট

দুরন্ত রিজভি-করুণ, দুশোর বেশি রান তাড়া করে পঞ্জাবকে ৬ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালস

ইংল্যান্ড সফরের ভারতীয় দলে নাম নেই এই পাঁচ ক্রিকেটারের! বঞ্চনা, নাকি রয়েছে যুক্তিগ্রাহ্য কারণ?
ইংল্যান্ডে ভারতের ব্যাটিং অর্ডারের প্রথম চারে কারা খেলবেন? দরজা খুলবে বাংলার অভিমন্যুর?
পারথেও বড় রান না পাওয়ায় রাহুল, বিজয়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ
Continues below advertisement

পারথ: অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই বড় রান পাননি ভারতীয় দলের ওপেনার মুরলী বিজয়। প্রথম ইনিংসে ১১ রান করার পর দ্বিতীয় ইনিংসে তিনি করেন ১৮ রান। অপর ওপেনার লোকেশ রাহুল অ্যাডিলেডে প্রথম ইনিংসে ২ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন ৪৪ রান। আজ পারথ টেস্টের দ্বিতীয় দিন ভারতের প্রথম ইনিংসে বিজয় ও রাহুল করলেন যথাক্রমে ০ ও ২ রান। ব্যর্থ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তাঁদের নিয়ে ব্যঙ্গ শুরু হয়েছে।
আজ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৩২৬ রানে অলআউট হয়ে যাওয়ার পর ৮ রানে ভারতের ২ উইকেট পড়ে যায়। সেই অবস্থা থেকে পরিস্থিতি সামাল দেন চেতেশ্বর পূজারা (২৪), বিরাট কোহলি (অপবরাজিত ৮২) ও অজিঙ্কা রাহানে (অপরাজিত ৫১)।
Continues below advertisement
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে