Ind vs AUS- 3rd T20 Live: বল হাতে অক্ষর, ব্যাট হাতে সূর্যকুমার, কোহলির অর্ধশতরানের সুবাদে জয় পেল ভারত

IND vs AUS, 3rd T20, Rajiv Gandhi Stadium: গত দুই ম্যাচের একটিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও অপরটি জিতেছে ভারত। তাই তিন ম্যাচের সিরিজের ভাগ্য আজই নির্ধারিত হতে চলেছে।

abp ananda Last Updated: 25 Sep 2022 10:35 PM

প্রেক্ষাপট

হায়দরাবাদ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের  (IND vs AUS 3rd T20I) শেষ ম্যাচে আজ মাঠে নামতে চলেছে রোহিত বাহিনী। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয়...More

IND vs AUS, 3rd T20 Live: ছয় উইকেটে ম্যাচ জিতল ভারত

৬৩ রান করে বিরাট কোহলি শেষ ওভারে আউট হলেও, অপরাজিত থেকে ভারতকে ছয় উইকেটে ম্যাচ ও সিরিজ জেতান হার্দিক পাণ্ড্য। তিনি ২৫ রানে অপরাজিত থাকেন।