ইনদওর: চার টেস্টের সিরিজে ২-০ এগিয়ে ভারত। সিরিজ বাঁচানোর জন্য বাকি দুই ম্যাচ জিততেই হবে অস্ট্রেলিয়াকে (Ind vs Aus)। আর এরকম মরণ-বাঁচন পরিস্থিতিতে প্রত্যাঘাত অস্ট্রেলিয়ার। ইনদওরে ভারতের প্রথম ইনিংস ১০৯ রানে শেষ করে দিয়েছে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৫৬/৪। ভারতের চেয়ে ৪৭ রানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। হাতে রয়েছে এখনও ৬ উইকেট। এখান থেকে লিড কতটা বাড়াতে পারে অস্ট্রেলিয়া, সেটাই দেখার।


বল হাতে ভারতের সেরা রবীন্দ্র জাডেজা। অস্ট্রেলিয়ার চারটি উইকেটই নিয়েছেন সৌরাষ্ট্রের বাঁহাতি স্পিনার। প্রথম ইনিংসে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া খেলেছে ৫৪ ওভার। তার মধ্যে জাডেজা করেছেন ২৪ ওভার। ২৪ ওভার হাত ঘুরিয়ে ৬৩ রানে ৪ উইকেট নিয়েছেন জাডেজা। প্রথম দিনের শেষে ক্রিজে রয়েছেন পিটার হ্যান্ডসকম্ব (৭ ব্যাটিং) ও ক্যামেরন গ্রিন (৬ ব্যাটিং)।


ভারতের প্রথম ইনিংসে তোলা ১০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ট্র্যাভিস হেডের উইকেট হারায় অস্ট্রেলিয়া। মাত্র ৯ রান করে জাডেজার বলে ফেরেন হেড। ঘূর্ণি পিচে দুই স্পিনার আর অশ্বিন ও জাডেজার হাতে নতুন বল তুলে দিয়েছিলেন রোহিত। দ্বিতীয় ওভারেই জাডেজার বলে এলবিডব্লিউ হয়ে যান হেড। চতুর্থ ওভারের প্রথম বলেই মার্নাস লাবুশানকে বোল্ড করে দিয়েছিলেন জাডেজা। স্কোরবোর্ডে লাবুশানের নামের পাশে তখনও কোনও রান যোগ হয়নি। কিন্তু রিপ্লে দেখে আম্পায়ার জানান, ওভার স্টেপ করেছেন জাডেজা। ফলে সেটি নো বল। প্রাণরক্ষা হয় লাবুশানের।


শেষ পর্যন্ত ৯১ বলে ৩১ রান করে যান লাবুশান। উসমান খাওয়াজা ৬০ রান করে জাডেজার বলেই আউট হন। বাউন্ডারি লাইনের ধারে দুরন্ত ক্যাচ নেন শুভমন গিল। দ্বিতীয় উইকেটে ৯৬ রান যোগ করেন খাওয়াজা ও লাবুশান। তবে দিনের শেষবেলায় স্টিভ স্মিথকে ফিরিয়ে দিয়ে ভারতকে লড়াইয়ে ফিরিয়েছেন জাডেজা। ৩৮ বলে ২৬ রান করে কট বিহাইন্ড হন স্মিথ। উইকেটের পিছনে ক্ষিপ্রতার সঙ্গে ক্যাচ নেন কে এস ভরত।


প্রথমে ব্যাট করে ভারতের ইনিংস স্থায়ী হল মাত্র ৩৩.২ ওভার। অস্ট্রেলীয় স্পিনারদের সামনে রীতিমতো কেঁপে গেল ভারত। ১০৯ রানে শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। ৫ উইকেট নিলেন ম্যাথু কুনেমান। তিন উইকেট নাথান লায়নের। একটি উইকেট পেয়েছেন টড মার্ফি। শেষে মহম্মদ সিরাজ রান আউট হয়ে যান। সব মিলিয়ে ৯ উইকেট অস্ট্রেলিয়ার স্পিনারদের।


আরও পড়ুন: কবে ফিরছেন মাঠে? কীভাবে চলছে ফেরার প্রস্তুতি? নিজমুখেই জানালেন ঋষভ পন্থ