ইনদওর: সকালে ছিল প্রত্যাঘাতের শপথ। দুপুরে সেটাই যেন সমর্পণের হতাশায় বদলে গেল। ইনদওরে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৯৭ রানে শেষ করে দিয়েছিল ভারত (Ind vs Aus)। জবাবে দ্বিতীয় ইনিংসে ভারত গুটিয়ে গেল ১৬৩ রানে। অস্ট্রেলিয়ার চেয়ে মাত্র ৭৫ রানের লিড নিল ভারত। ম্যাচ জিততে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে করতে হবে মাত্র ৭৬ রান।
দ্বিতীয় ইনিংসে ভারতের ঘাতক হিসাবে হাজির হলেন নাথান লায়ন। প্রথম ইনিংসে ৩ উিকেট নিয়েছিলেন। ৩৫ বছর বয়সী অফস্পিনার দ্বিতীয় ইনিংসে নিলেন ৮ উইকেট। ২৩.৩ ওভারে মাত্র ৬৪ রান খরচ করে ৮ উইকেট নিলেন লায়ন। তাঁর শিকারের তালিকায় রোহিত শর্মা, শুভমন গিল থেকে শুরু করে রবীন্দ্র জাডেজা, ভারতের তাবড় ব্যাটাররা। একমাত্র বিরাট কোহলিকে ফিরিয়েছেন ম্যাথু কুনেমান।
ভারতের দ্বিতীয় ইনিংস স্থায়ী হল মাত্র ৬০.৩ ওভার। দ্বিতীয় ইনিংসের শুরুটা সতর্কভাবে করেছিলেন রোহিত ও শুভমন। কিন্তু নাথান লায়নের বলে শুভমন ৫ রান করে বোল্ড হতেই পতনের শুরু। রোহিত শর্মা (১২ রান), বিরাট কোহলি (১৩ রান), কেউই ভরসা দিতে পারেননি। শ্রেয়স আইয়ার আগ্রাসী ব্যাটিং করতে শুরু করেছিলেন। ২৭ বলে ২৬ রান করেন মুম্বইয়ের তারকা। কিন্তু মিচেল স্টার্কের বলে শ্রেয়সের ক্যাচ দুরন্ত ক্ষিপ্রতায় তালুবন্দি করেন উসমান খাওয়াজা।
লড়াই করলেন একমাত্র চেতেশ্বর পূজারা। ১৪২ বলে ৫৯ রান করলেন। তাও এমন একটা উইকেটে, যেখানে বল পড়ে কোনওটা লাফাচ্ছে, কোনওটা নিচু হচ্ছে। সেখানে সাহসী ব্যাটিং করলেন সৌরাষ্ট্রের ক্রিকেটার। শেষ দিকে অশ্বিন ১৬ ও অক্ষর পটেল ১৫ রান করেন। লায়নের ৮ উইকেটের পাশাপাশি মিচেল স্টার্ক ও ম্যাথু কুনেমান একটি করে উইকেট নেন।
অস্ট্রেলিয়ার চেয়ে ৭৫ রানের লিড নিয়েছে ভারত। ম্যাচ জিততে হলে মাত্র ৭৬ রান করতে হবে স্টিভ স্মিথদের। ইনদওরের পিচ থেকে স্পিনাররা সাহায্য় পাচ্ছেন। কিন্তু মাত্র ৭৫ রানের পুঁজি হাতে নিয়ে ভেল্কি দেখাতে পারবেন অশ্বিন, রবীন্দ্র জাডেজারা? নাকি ম্যাচ জিতে সিরিজ ১-২ করতে পারবেন অজিরা?
ভারতের ক্রিকেটপ্রেমীরা আপাতত অলৌকিক কিছুর অপেক্ষায়।
আরও পড়ুন: এক-একটির দাম প্রায় ১ কোটি ৭৩ লক্ষ টাকা! বিশ্বকাপজয়ী দলকে সোনার আই ফোন দিচ্ছেন মেসি