IND Vs AUS 4th T20 : বিশ্বকাপের বদলা, অজিদের বিরুদ্ধে টি ২০ সিরিজ জিতল ভারত
India Vs Australia 4th T20 Live Updates : এই ম্যাচে জিতলেই বিশ্বকাপে ফাইনালে হারের বদলা পূরণ করে ফেলতে পারবে ভারতীয় দল।
৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট। ম্যাচের সেরা অক্ষর প্যাটেল।
২০ রানে ম্যাচ ও টি ২০ সিরিজ জিতল ভারত। অজিদের তারা থামিয়ে দিল ১৫৪ রানে।
১৯ ওভারের শেষে ৭ উইকেটে ১৪৪ রান অস্ট্রেলিয়ার। ম্যাচ জয়ের দোরগোড়ায় ভারত।
১৬ ওভারের শেষে ৫ উইকেটে ১২২ রান অস্ট্রেলিয়ার। অজিদের জিততে শেষ ৪ ওভারে জিততে ৫৩ রান চাই।
অক্ষর-বিষ্ণোইয়ের দুরন্ত বোলিং। ১০০ রানের গণ্ডি ছুঁল অস্ট্রেলিয়া।
অক্ষরের আরও এক উইকেট। অ্যারন হার্ডি (৮) সাজঘরে ফেরার পর ৭ ওভারের শেষে ৩ উইকেটে ৫৫ রান অস্ট্রেলিয়ার।
অজিদের বড় ধাক্কা অক্ষর প্যাটেলের। বল করতে এসে প্রথম ওভারেই তুলে নিলেন ট্রাভিস হেডের উইকেট (৩১)। ৫ ওভারের শেষে ২ উইকেটে ৪৫ রান অজিদের।
অজিদের প্রথম ধাক্কা দিলেন রবি বিষ্ণোই। সাজঘরে ফিরলেন জস ফিলিপ (৮)। ৪ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৪২ রান।
বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রাভিস হেড ফের আগুনে ছন্দে। দীপক চাহারের ওভারে ২২ রান নিলেন তিনি। ৩ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪০ রান।
ঝোড়ো শুরু অজিদের। ২ ওভারের শেষে বিনা উইকেটে ১৮ রান।
নির্ধারিত ২০ ওভারের শেষে ৯ উইকেটে ১৭৪ রানের লড়াকু স্কোর খাড়া করল ভারত।
শুরুর ক্রমাগত ধাক্কা সামলে রিঙ্কু সিংহ (৪৬) ও জিতেশ শর্মার (৩৫) দুরন্ত লড়াই।
বড় ধাক্কা ভারতের, আউট অধিনায়ক সূর্যকুমার যাদবও (১)। ৯ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ৭০ রান।
দলে ফিরে প্রভাব ফেলতে ব্যর্থ শ্রেয়স আইয়ার। মাত্র ৮ রানে আউট তিনি। ৮ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৬৩ রান।
আগুনে মেজাজে শুরু করে বড় রান করতে ব্যর্থ যশস্বী জয়সওয়াল (৩৭)। ৬ ওভারের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৫০ রান।
২ ওভারের শেষে বিনা উইকেটে ১২ রান ভারতের।
চার বদল ভারতীয় দলের প্রথম একাদশে। দলে ঢুকলেন শ্রেয়স আইয়ার, জিতেশ শর্মা, দীপক চাহার ও মুকেশ কুমার। দলের বাইরে তিলক বর্মা, ইশান কিষন, অর্শদীপ সিংহ ও প্রসিধ কৃষ্ণ।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েডের। পাঁচটি বদল তাঁদের প্রথম একাদশে।
চতুর্থ টি ২০-তে দলে ফিরছেন শ্রেয়স আইয়ার। অভিজ্ঞ ব্যাটারকে প্রথম একাদশে স্থান দিতে বাদ পড়তে পারেন তিলক বর্মা।
গ্লেন ম্যাক্সওয়েল ঝড়ের মুখে তৃতীয় টি২০-তে প্রচুর রান দিয়েছেন প্রসিদধ কৃষ্ণ। চতুর্থ ম্যাচে কি দল থেকে বাদ পড়বেন তিনি ?
প্রেক্ষাপট
রায়পুর : প্রথম দুই ম্যাচে দুরন্ত জয়। তৃতীয় ম্যাচেও জয়ের পথে অগ্রসর হয়েছিল ভারত, তবে সব হিসেব নিকেশ ভেস্তে দেন গ্লেন ম্য়াক্সওয়েল। 'ম্যাড ম্যাক্স' শোয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে (IND vs AUS T20I) এখনও টিকে রয়েছেন অজ়িরা। দুরন্ত শতরান হাঁকিয়ে ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়াকে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জেতান। তবে এখনও ভারতের দিকেই ঝুঁকে সিরিজ-ভাগ্য। ফলাফল আপাতত সূর্যদের পক্ষে ২-১। তাই রায়পুরেই সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারতীয় দলের সামনে সিরিজ় পকেটে পুরে নেওয়ার হাতছানি রয়েছে। যেখানে সিরিজের চতুর্থ টি ২০ ম্যাচ ভারত-অস্ট্রেলিয়ার। এই ম্যাচে জিতলেই বিশ্বকাপে ফাইনালে হারের বদলা পূরণ করে ফেলতে পারবে ভারতীয় দল।
এই সিরিজ়েই প্রথমবার আন্তর্জাতিক স্তরে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব। আর প্রথমবার দায়িত্ব পেয়েই তিনি বেশ প্রভাবিত করেছেন। চতুর্থ ম্যাচের আগে অধিনায়ক সূর্যকে প্রশংসায় ভরালেন ভারতীয় দলের তারকা স্পিনার রবি বিষ্ণোই।
এই সিরিজ়ে বল হাতে দুরন্ত পারফর্ম করছেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। তিন ম্যাচে ইতিমধ্যেই ছয়টি উইকেট নিয়ে ফেলেছেন তিনি। নতুন অধিনায়কের অধীনে খেলতে কেমন লাগছে তরুণ লেগ স্পিনারের? বিষ্ণোই জানাচ্ছেন অধিনায়ক সূর্য কিন্তু তাঁদের যথেষ্ট স্বাধীনতা দিচ্ছেন। চতুর্থ ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বিষ্ণোই বলেন, 'অধিনায়ক হিসাবে সূর্যভাই আমাদের নিজের মতো বল করার, ফিল্ডিং সাজানোর সম্পূর্ণ স্বাধীনতা দেন। তবে পরিকল্পনাটা তো বাস্তবায়িত করতে হবে। ও আমাদের সমস্ত স্বাধীনতা দেয় তো বটেই, তবে দিনের শেষে কিন্তু আমরা যাতে ফলাফল দিতে পারি, সেই বিষয়েও তৎপর। গত দুই তিন ম্যাচ দেখলেই বোঝা যাবে যে ওঁ দলকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
- - - - - - - - - Advertisement - - - - - - - - -