Ind vs Aus Live Update: ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট অমীমাংসিত, সিরিজ টিম ইন্ডিয়ার

Ind vs Aus: ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত।

ABP Ananda Last Updated: 13 Mar 2023 03:22 PM

প্রেক্ষাপট

আমদাবাদ:  ১০২৫ দিনের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। অবশেষে টেস্ট ক্রিকেটে নিজের ২৮তম শতরান হাঁকালেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Ind vs Aus) চতুর্থ টেস্টর চতুর্থ দিনে দারুণ ধৈর্য্যের উদাহরণ দিয়ে অনবদ্য...More

Ind vs Aus Live: অস্ট্রেলিয়া ১৭৫/২ স্কোরে থাকাকালীন দুই অধিনায়কের সম্মতিতে ম্যাচ ড্র

অস্ট্রেলিয়া ১৭৫/২ স্কোরে থাকাকালীন দুই অধিনায়কের সম্মতিতে ম্যাচ ড্র ঘোষণা করা হল। ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত।